
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পথ দুর্ঘটনা আটকানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সম্প্রতি বাড়ানো হয়েছে ট্রাফিক জরিমানা। তারপরেও অব্যাহত রয়েছে পথদুর্ঘটনা। গতকাল রবিবার ছুটির দিনে কলকাতার ডোরিনা ক্রসিংয়ে বাস উল্টে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।
ঘটনার পরেই বেসরকারি বাস মালিকদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'সিএফ না থাকলে বাস বাজেয়াপ্ত করা হবে।' ইতিমধ্যেই কলকাতার আরটিওকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। ডোরিনা ক্রসিংয়ে মিনি বাস উল্টে যাওয়ার ঘটনায় পরিবহন মন্ত্রী জানান, 'যে বাসে এই দুর্ঘটনা ঘটেছে সেই বাসটির টায়ার রি সোলিং করা ছিল। সেই কারণে ভারসাম্য বজায় রাখতে না পেরে টার্ন নেওয়ার সময় উল্টে যায় বাসটি।' বাসে এই দুর্ঘটনা ঘটেছে সেই বাসটির টায়ার রি সোলিং করা ছিল। সেই কারণে ভারসাম্য বজায় রাখতে না পেরে টার্ন নেওয়ার সময় উল্টে যায় বাসটি।'
যে মিনিবাসে দুর্ঘটনাটি ঘটেছে সেই বাসটি যাচ্ছিল পার্ক সার্কাস থেকে হাওড়ার দিকে। বেলা দুটো দশ নাগাদ ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে যাওয়ার পরে টার্ন নেওয়ার সময় বাস উল্টে যায়। ৩৫ জন যাত্রী ছিল বাসে। বাস উল্টে যাওয়ার ফলে আহত হয়েছিলেন ২৭ জন যাত্রী। ধর্মতলার মতো জায়গায় এই দুর্ঘটনা ঘটায় তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রাথমিক চিকিৎসার পর ২৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দিলেও এখনও একজনের চিকিৎসা চলছে।
ঘটনায় ফরেনসিক টিম তদন্ত করে জানতে পারে দ্রুত গতিতে চলার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। সেইসঙ্গে বাসের যান্ত্রিক সমস্যা না থাকলেও চারটি টায়ারই রিসোলিং করা ছিল। বাসটির সি এফ ছিল না বলে জানা যাচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports