হাতে আর বেশি সময় নেই। আর পাঁচদিন পরই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে দুর্গাপুজো। ইতিমধ্যেই গোটা রাজ্যে সাজ সাজ রব। শহর থেকে গ্রামবাংলা দুর্গাপুজোর প্রস্তুতিতে চূড়ান্ত ব্যস্ত। একের পর এক দুর্গাপুজো উদ্বোধন করে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর দুর্গাপুজোর প্রাক্কালে আজ শুক্রবার অফিস করার পর রাজ্যের সরকারি কর্মচারিদের টানা ১৬ দিন ছুটি থাকবে। উৎসবের মরশুমে স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি চাকরিজীবীরা। ইতিমধ্যেই হাতে এসে গিয়েছে বেতন ও বোনাস। তার সঙ্গে জুটল প্রচুর ছুটিও।
আগামীকাল শনিবার ছুটি। রবিবার এমনিই ছুটি থাকে। আর সোমবার চতুর্থী থেকে ছুটি শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারিদের। সুতরাং আজ সন্ধ্যে থেকেই খুশির হাওয়া বইতে শুরু করেছে। ২০২৪ সালের ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনই মহালয়া পড়ে গিয়ে ছিল। ফলে একটি ছুটি নষ্ট হয়ে যায় রাজ্যের সরকারি কর্মীদের। তা নিয়ে আলোচনাও হয়েছিল সরকারি কর্মচারিদের মধ্যে। তবে এই টানা ১৬ দিনের ছুটি ওই একদিনকে ভুলিয়ে দেবে। এই ১৬টি টানা ছুটি শেষ হচ্ছে আগামী ২০ অক্টোবর। কারণ ওইদিন রবিবার।
আরও পড়ুন: ‘প্রত্যেকটা অভিযোগ তো জামিনযোগ্য’, সন্দীপ–অভিজিতের আইনজীবীর সওয়ালে চাপে সিবিআই
তারপর আগামী ২১ অক্টোবর থেকে খুলে যাবে সরকারি অফিস–কাছারি। খুলে যাবে নবান্নও। তবে এই ১৬ দিন নবান্নও ছুটি থাকবে। মুখ্যসচিব–সহ কয়েকজন আমলা হয়তো বিশেষ কাজের জন্য আসবেন। তবে তাও দু’একদিন। তারপর তাঁরাও আর আসবেন না। এই ১৬ দিন ছুটি কাটানোর পর আবার ৩১ অক্টোবর কালীপুজোর জন্য ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। আগামীকাল ৫ এবং ৬ অক্টোবর শনিবার ও রবিবার। সোমবার সপ্তাহের প্রথম দিন ৭ অক্টোবর চতুর্থীর ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তারপর তিনদিন ১৬, ১৭ এবং ১৮ অক্টোবর লক্ষ্মীপুজোর জন্য ছুটি।