বামেদের মিছিলে হিন্দি স্লোগান তোলার অভিযোগ করলেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্টকে ঘিরে চর্চা শুরু হয়েছে। পোস্টে চিকিৎসক অবাঙালি প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে কী লিখেছেন চিকিৎসক? তিনি লেখেন, ‘গড়িয়াহাটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সেইসময় বামেদের একটা মিছিল যাচ্ছিল। ১৫ জনের বিশাল মিছিল। একটা স্লোগান শুনে ঘাবড়ে গেলাম। বামফ্রন্ট কয় প্রকার? পরে বুঝলাম ওটা হিন্দিতে বলছে, বামফ্রন্ট করে পুকার। গড়িয়াহাটে যেতে যেতে হিন্দিতে কেন স্লোগান? বামফ্রন্ট এবার বাঙালি বাঙালি করলে ভোট বেড়ে যেতে পারে। কিন্তু প্রার্থী তো অবাঙালি। গোড়াতেই গলদ।’ একইসঙ্গে তৃণমূলের নাম করে এই একই ইস্যুতে কটাক্ষ করেছেন চিকিৎসক। তাঁর কথায়, ‘আরও এক দল বিহার থেকে আমদানি করেছে প্রার্থী। অবাঙালি প্রার্থী হলে একটা ভোটও দেবেন না।’ একইসঙ্গে তিনি তাঁর পোস্টে স্পষ্ট করে দেন, ‘আমরা বামেদের হয়ে গলা মেলাব না, তৃণমূলের হয়েও গলা মেলাব না। আমরা ঐশী ঘোষকে সরাসরি সমর্থন করেছিলাম। বামেরা এবার গুটখাখোরদের বিরুদ্ধে বলুক আর শুধু বাঙালির কথা বলুক। আমরা সত্যিই গলা মেলাব। বামেরা বলুক অবাঙালিকে বাংলা ছেড়ে দিতে তাহলে দেখবেন আমরা গলা ফাটাচ্ছি বামেদের হয়ে। অসাম্প্রদায়িক বাঙালিকে ভোট দিন।’ উল্লেখ্য, বালিগঞ্জ উপনির্বাচনে এবার বামেদের হয়ে লড়বেন সায়েরা শাহ হালিম ও আসানসোলে তৃণমূলের প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। পাশাপাশি বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয় ও আসানসোলে বামেদের প্রার্থী করা হয়েছে পার্থ মুখোপাধ্যায়কে।