গত ৭ মাস মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের প্রায় ৩ হাজার কর্মী। প্রাণ হারিয়েছেন ১১ জন। এবার করোনা আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা (ডিরেক্টর সিকিউরিটিজ) বিবেক সহায়। কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে এডিজি পদমর্যাদার এই পুলিশ কর্তাকে বৃহস্পতিবার বিকেলে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।জানা গিয়েছে, তাঁর করোনার কোনও উপসর্গ বা শারীরিক অসুস্থতা আপাতত নেই। বুধবার রুটিন পরীক্ষার সময় চিকিৎসকদের সন্দেহ হলে তাঁকে আরটিপিসিআর টেস্ট করানো হয়। সেই রিপোর্ট পজিটিভ আসায় ওই পুলিশকর্তা নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার পর্যন্ত তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–সহ রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্বরা ছিলেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী–সহ রাজ্যের ভিভিআইপি–দের নিরাপত্তার দায়িত্বে এই পুলিশকর্তা কোভিড আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ ছড়িয়েছে। তাই সম্ভাব্য যে কোনও পরিস্থিতির ওপর নজর রাখছে নবান্ন।এদিকে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা (ডিরেক্টর সিকিউরিটিজ) বিবেক সহায়ের বর্তমান অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ মেনে নিয়মিত কিছু ওষুধপথ্য চলছে। তাঁর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে।