রাজ্যে শিল্পের সম্ভাবনা নিয়ে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর দাবিকে খণ্ডন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এক এক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিগুলিকে খণ্ডন করেন তিনি। বলেন, এরাজ্যের সরকারের যোগ্যতা নেই। শিল্পপতিদের প্রাণের সংশয় রয়েছে এরাজ্যে। তাই এরাজ্যে শিল্প করতে কেউ আসবে না।এদিন দিলীপবাবু বলেন, মুখ্যমন্ত্রী দাবি করেছেন ২৮ লক্ষ কর্মসংস্থান হয়েছে। কোথায় হয়েছে কেউ জানে না। ওদিকে ৪৫ লক্ষ বেকার যুবক ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে পড়ে রয়েছে। লকডাউনের সময় আমরা তা টের পেয়েছি। তাদেরকে বাদ দিয়ে বেকারের তালিকা তৈরি করে মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।দিলীপবাবু বলেন, মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যের শিল্পায়ন হয়েছে। শিল্প হলে তো বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুতের ঘাটতি তৈরি হওয়ার কথা। কিন্তু গত ১০ বছরে রাজ্যে বিদ্যুৎ বাড়তি। যার ফলে অন্য রাজ্যকে বিদ্যুৎ বিক্রি করতে হচ্ছে।দিলীপবাবুর দাবি, রাজ্যে শিল্প হলে জিএসটি সংগ্রহ বাড়ত। কিন্তু গত ৫ বছরে রাজ্যের জিএসটি সংগ্রহের পরিমাণ ২৬ – ২৮ হাজার কোটি টাকার মধ্যে আটকে রয়েছে। রাজ্যের আয় বাড়ছে না বলে ঋণ নিতে হচ্ছে। যার জেরে রাজ্যের গৃহীত ঋণের পরিমাণ ৬ লক্ষ কোটি টাকা ছুঁয়েছে।রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্পে সাফল্যকেও কটাক্ষ করেন দিলীপবাবু। বলেন, এরাজ্যে ১ কোটি মানুষের কাছে জব কার্ড রয়েছে। মানে রাজ্যের ১০ শতাংশ মানুষ শুধুমাত্র কেন্দ্রের প্রকল্পে মাটি কেটে বেঁচে আছে। মাটি কাটার কাজের জন্য লোকেরা লাইনে দাঁড়াচ্ছে।দিলীপ ঘোষ বলেন, মজার কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন এখানে শিল্প হচ্ছে। কিন্তু আমরা তাঁকে কালীপুজো, দুর্গাপুজো, মেলা - খেলা ছাড়া আর কিছু উদ্বোধন করতে দেখিনি।বুধবার থেকে কলকাতা লাগোয়া নিউ টাউনে শুরু হয়েছে BGBS 2022. তার উদ্বোধনী অধিবেশনে রাজ্যের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশনে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ছিলেন দেশের তাবড় শিল্পপতিরা।