বুধবার মামলার শুনানি হয় বিশেষ সিবিআই আদালতে। সেখানে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী অভিযোগ তোলেন, পুরোপুরি তদন্ত শেষ না করেই চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার জামিনের আবেদন জানান তার আইনজীবী।
সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ভূমিকায় মোটেও সন্তুষ্ট হতে পারল না আদালত। সম্প্রতি এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই চার্জশিট সম্পূর্ণ নয় বলে অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। শুধু তাই নয়, মামলার শুনানি সময় সিবিআইয়ের তদন্তকারী অফিসার আদালতে উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারক। আদালতের মন্তব্য, সিবিআইয়ের এই ধরনের আচরণ মোটেই কাম্য নয়।
বুধবার মামলার শুনানি হয় বিশেষ সিবিআই আদালতে। সেখানে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী অভিযোগ তোলেন, পুরোপুরি তদন্ত শেষ না করেই চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার জামিনের আবেদন জানান তার আইনজীবী। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ৯ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করতে হবে। তবে সে ক্ষেত্রে এখনও অনেক ফরেন্সিস পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়নি। ফলে কীভাবে তদন্ত শেষ না করেই চার্জশিট দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী।
পালটা সিবিআইয়ের আইনজীবী জানান, যা তথ্য সংগ্রহ করা হয়েছে সে সমস্ত তথ্য কেস ডায়েরিতে আছে। এদিন শান্তি প্রসাদ ছাড়াও পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনকে আদালতে পেশ করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে সেই সংক্রান্ত রেকর্ড পেশ করা হয়নি। এ নিয়ে বিচারক সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করলে তিনি জানান, অনেক নথি রয়েছে সেই সমস্ত নথি পরে পেশ করা হবে। এরপরে বিচারক জানতে চান সিবিআইয়ের তদন্তকারী অফিসার আদালতে আছেন কিনা। তখন আইনজীবী জানান, তিনি কাজের জন্য অন্যত্র রয়েছেন। এ নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারক। পরে নির্দেশিকায় বিচারক সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, সিবিআইয়ের মতো একটি সংস্থার আচরণ হতাশাজনক। বিচারক সিবিআইকে মামলার নথি এবং অভিযুক্তদের গ্রেফতারের অনুমোদনের নথি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। আগামী ২৯ জনুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে, এদিন আদালতে হাজির হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে পার্থ বলেন, তিনি সবই দেখছেন তবে কিছু বলছেন না।