
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নিয়োগ দুর্নীতি মামলায় সাড়ে আটঘণ্টা জেরা সামলে ইডি দফতর ছাড়লেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। এদিন ইডির আধিকারিকরা তাঁকে ২ দফায় জেরা করেন বলে সূত্রের খবর। লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে রুজিরাকে একাধিক প্রশ্ন করেন তাঁরা।
অভিষেকের সম্পত্তির তদন্তে গাফিলতির অভিযোগে ইডিকে ভর্ৎসনা করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার সিংকে বহিষ্কার করে আদালত। এর পরই অভিষেকসহ তাঁর পরিবারের সদস্যদের একে একে সমন পাঠাতে শুরু করে ইডি। তলব করা হয়, অভিষেক, তাঁর স্ত্রী রুজিরা, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু অভিষেক ও তাঁর মা ও বাবা হাজিরা এড়ান। কিন্তু বুধবার রুজিরা নির্ধারিত সময়েই ইডি দফতরে হাজিরা দেন।
বুধবার সকাল ১১টায় হাজিরা দিতে বলেছিল ইডি। তার ২ মিনিট আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। এর পর শুরু হয় জিজ্ঞাসাবাদের পর্ব। সূত্রের খবর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তকারী আধিকারিক মুকেশ কুমার। প্রথম পর্বে আড়াই ঘণ্টা ও দ্বিতীয় পর্বে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। মাঝে ছিল ৩০ মিনিটের বিরতি।
সূত্রের খবর, জেরায় লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে রুজিরার যোগ নিয়ে একের পর এক প্রশ্ন করা হয়। ডিরেক্টর হিসাবে সংস্থায় তাঁর কী ভূমিকা ছিল। লিপস অ্যান্ড বাউন্ডস কী ধরণের পরিষেবা দিয়ে থাকে এব্যাপারে বিভিন্ন প্রশ্ন করা হয় তাঁকে।
জেরা শেষে রুজিরাকে অপেক্ষা করতে বলেন তদন্তকারী আধিকারিক। এর পর দিল্লির আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ে বৈঠকে বসেন তদন্তকারীরা। রুজিরার বয়ান খতিয়ে দেখেন তাঁরা। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ প্রায় সাড়ে আট ঘণ্টা পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান রুজিরা। সাংবাদিকদের ধারে কাছে ঘেঁষেননি তিনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports