১৯৮৬ সালের ২৫শে অক্টোবর। পশ্চিম মেদিনীপুর জেলার এক গ্রামে কৃষিজমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ চরমে ওঠে। অভিযোগ, সেই বিবাদের জেরে নেতাই বেরা নামে এক ব্যক্তির উপর হামলা চালানো হয়। ঘটনার পর চারজনের বিরুদ্ধে মামলা রুজু হয়।
কলকাতা হাইকোর্ট
প্রায় ৪ দশক আগের একটি মামলায় অবশেষে খালাস পেলেন দুই ব্যক্তি। মেদিনীপুরের একটি পুরনো মামলায় খুনের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তাঁরা। তবে কলকাতা হাইকোর্ট সম্প্রতি রায় দিয়েছে, এই দু'জনের বিরুদ্ধে আলাদা উদ্দেশ্যে কাজ করার কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই আইনত তাঁদের সাজা দেওয়া যায় না।
ঘটনার সূত্রপাত ১৯৮৬ সালের ২৫শে অক্টোবর। পশ্চিম মেদিনীপুর জেলার এক গ্রামে কৃষিজমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ চরমে ওঠে। অভিযোগ, সেই বিবাদের জেরে নেতাই বেরা নামে এক ব্যক্তির উপর হামলা চালানো হয়। ঘটনার পর চারজনের বিরুদ্ধে মামলা রুজু হয়। যার মধ্যে দু’জন ছিলেন বেরা পরিবারের সঙ্গে যুক্ত শ্রমিক শোভন খা ও দুখা চলক। ১৯৮৮ সালে মেদিনীপুরের একটি দায়রা আদালত অভিযুক্ত চারজনকেই ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা) ও ৩৪ (একই উদ্দেশ্যে অপরাধ) ধারায় দোষী সাব্যস্ত করে। চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। তবে সময়ের সঙ্গে অভিযুক্তদের মধ্যে গৌর বেরা ও জগাই বেরা নামে দুই ব্যক্তির মৃত্যু হয়। তাঁদের বিরুদ্ধে রায় বহাল থাকে। অন্যদিকে বাকি দুই শ্রমিক, শোভন ও দুখা হাইকোর্টের দ্বারস্থ হন।