
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অবশেষে জামিন। পুলিশ আধিকারিক খুনের মামলায় জামিন পেলেন মোর্চা নেতা বিমল গুরুং। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ বেঞ্চের ডিভিশন বেঞ্চে জামিন পেয়েছেন তিনি। পুলিশ আধিকারিক অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন বিমল গুরুং। স্বস্তি মোর্চার অন্দরে।
২০১৭ সালের জুন মাস। রাজ্য়মন্ত্রিসভার বৈঠকের দিনই পাহাড়ে শুরু হয়েছিল তুমুল হট্টগোল। মোর্চা সুপ্রিমো বিমল গুরুং দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন। দিনের পরে দিন ধরে তার খোঁজ চালাত পুলিশ। কিছুতেই খোঁজ মিলছিল না। ওই বছরই ১৩ অক্টোবর। বিমল গুরুংয়ের খোঁজে শিরুবাড়ির জঙ্গলে চলছিল তল্লাশি। পাহাড়ি এলাকায় হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। আর সেই অভিযানে নেমেই গুলিতে প্রাণ যায় এসআই অমিতাভ মালিকের। সেই সময় দার্জিলিং সদর থানায় পোস্টিং ছিলেন তিনি।
তাঁর আসল বাড়ি মধ্য়মগ্রাম শহরের ৭ নম্বর ওয়ার্ডে। পোস্টিং ছিলেন দার্জিলিং সদর থানায়। তপ্ত পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। তখন গোর্খাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে দিনের পর দিন স্তব্ধ হয়েছিল পাহাড়। পালিয়ে বেড়াচ্ছিলেন গুরুং।সেই সময়ই খুন হন পুলিশ আধিকারিক।অবশেষে জামিন পেলেন সেই মামলার মূল অভিযুক্ত বিমল গুরুং।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports