৩০শে এপ্রিল। দিঘাতে উদ্বোধন করা হবে জগন্নাথধাম। একেবারে মহা ধূমধাম। সেজে উঠেছে দিঘা শহর। ভেসে আসছে মন্ত্রোচ্চারণের শব্দ। ইতিমধ্য়েই বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দিঘাতে চলে গিয়েছেন। তিনি সব কাজ খতিয়ে দেখেন। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমন্ত্রণপত্র পাওয়ার পরেও তিনি নানা ধরনের প্রশ্ন তুলতে শুরু করেছেন।
এবার সেই ৩০শে এপ্রিলই বড় কর্মসূচি ঘোষণা করে দিলেন শুভেন্দু।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ৩০শে এপ্রিল, ২০২৫, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে, আমরা মুর্শিদাবাদ জেলার জেহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করব। বর্তমানে এই মন্দিরগুলি জেহাদিদের ঘৃণ্য, নিন্দনীয় এবং বর্বরোচিত আক্রমণের চিহ্ন বহন করছে।
সমস্ত সনাতনী ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করে শুদ্ধিকরণ’ এবং সংস্কার প্রক্রিয়া করা হবে।
হিন্দু-বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য গ্রহণ করা হবে না। আমি পুনরায় বলছি, সমস্ত খরচ হিন্দুরা নিজেরাই বহন করবে।
মুর্শিদাবাদের হিন্দুদের তাঁদের গ্রামের ও পাড়ার মন্দিরে পুজো করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই মন্দিরগুলি আমাদের তীর্থস্থানের মতোই গুরুত্বপূর্ণ।' লিখেছেন শুভেন্দু।
৩০শে এপ্রিল যেদিন দিঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন করা হবে সেদিনই শুভেন্দুর এই কর্মসূচি।