কলকাতার পাটুলি ভাসমান বাজারের আমূল পরিবর্তন আসতে চলেছে। তবে সেই পরিবর্তনের সঙ্গে হারিয়ে যেতে পারে বাজারের পুরনো রূপও। কারণ, এবার আর দোকানদাররা নৌকার উপর বসে বেচাকেনা করতে পারবেন না। তাঁদের জন্য ঝিলের পাড় বরাবর জলের উপর লোহার পাটাতনের উপর তৈরি হবে নতুন দোকান।
আরও পড়ুন: প্রত্যাশামতো লাভ হচ্ছে না, তুলে দেওয়া হতে পারে কলকাতার ভাসমান বাজার
এই সংস্কারের দায়িত্বে রয়েছে কেএমডিএ (কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি)। সংস্থার তরফে জানানো হয়েছে, যাঁরা এতদিন ভাসমান নৌকায় বসে বাজার চালাচ্ছিলেন, তাঁদের সকলকে তুলে আনা হবে পাড় ঘেঁষা নতুন কাঠামোয়। ফলে ক্রেতারাও আর ভিজে কাঠের সাঁকোতে ওঠানামা না করে সোজা হাঁটতে হাঁটতে দোকানে পৌঁছে যেতে পারবেন। তাহলে কি ভাসমান বাজার আর ভাসমান থাকছে না? সেই প্রশ্নও উঠছে। যদিও কেএমডিএ জানিয়েছে, কিছু নৌকা ভবিষ্যতেও রাখা হবে ওই জলাশয়ে। তবে সেখানে আর সব্জি, মাছ, মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস নয়। কারণ জলাশয়ে আবর্জনা হচ্ছিল। তাই বাংলার হস্তশিল্প, খাবারদাবার ও হ্যান্ডলুম পণ্য নিয়ে সরকারি ব্র্যান্ডের দোকান খোলা হতে পারে। যেমন তন্তুজ, শাড়ি, ডোকরা, মুখোশ, বিভিন্ন খাদ্যপণ্য সহ বাংলার বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর সরকারি ব্র্যান্ডের দোকান চালু করা হতে পারে নৌকায়। তাছাড়াও ক্যাফে চালুর পরিকল্পনা আছে।