বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Behala student death: বেহালায় খুদে পডুয়ার মৃত্যুতে ফিরল হুঁশ! সব স্কুলে সমান পুলিশ, ট্রাক চলাচলে রাশ
পরবর্তী খবর
Behala student death: বেহালায় খুদে পডুয়ার মৃত্যুতে ফিরল হুঁশ! সব স্কুলে সমান পুলিশ, ট্রাক চলাচলে রাশ
1 মিনিটে পড়ুন Updated: 05 Aug 2023, 01:25 PM ISTChiranjib Paul
৭ বছরের স্কুল ছাত্র সৌরনীলের মৃত্যুর পর বেহালার বড়িশা হাইস্কুলের প্রধান শিক্ষক পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তাঁর অভিযোগ ছিল, বেসরকারি স্কুলের সামনে নিরাপত্তায় থাকে পুলিশ, কিন্তু বারবার বলা সত্বেও তাদের স্কুলের সামনে কোনও পুলিশ কর্মী দেওয়া হয়নি।
বড়িশা স্কুলের সামনে পুলিশ
বেহালায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুর পর নড়েচড়ে বসল পুলিশ। শনিবার থেকে শহরে ট্রাক চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হল কলকাতায়। সকাল ৬টার পর শহরে আর কোনও ট্রাক ঢুকবে না বলে লালবাজারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
৭ বছরের স্কুল ছাত্র সৌরনীলের মৃত্যুর পর বেহালার বড়িশা হাইস্কুলের প্রধান শিক্ষক পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তাঁর অভিযোগ ছিল, বেসরকারি স্কুলের সামনে নিরাপত্তায় থাকে পুলিশ, কিন্তু বারবার বলা সত্বেও তাদের স্কুলের সামনে কোনও পুলিশ কর্মী দেওয়া হয়নি। এই অভিযোগ কানে গিয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর নির্দেশেই এবার সরকারি-বেসরকারি সমস্ত স্কুলের বাইরে একজন ওসি বা অ্যাডিশনার ওসি পদমর্যাদার পুলিশ কর্মী দায়িত্বে থাকবেন। এছাড়া স্কুল সামনে যান নিয়ন্ত্রণ এবং ভিড় সরানোর দায়িত্বে থাকবেন পুলিশ কর্মীরা। লালবাজার থেকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, দুর্ঘটনা ঘটলে আগে দেহ সরানোর ব্যবস্থা করতে হবে।