দুষ্কৃতীদের নজরে ফের রক্ষীবিহীন এটিএম। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর আবার রক্ষীবিহীন এটিএমগুলিতে লুঠপাটের চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। রবিবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে একটি রক্ষীবিহীন এটিএম ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখে এমনই মনে করছে পুলিশ।এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা মন্দিরে যাওয়ার সময় ওই এটিএম ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরেই তিনি প্রথমে রাস্তার কর্তব্যরত ট্রাফিক পুলিশকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে লালবাজার কন্ট্রোল রুম এবং বউবাজার থানার পুলিশকে খবর দেন ওই ট্রাফিক পুলিশ।জানা গিয়েছে, খবর পাওয়ার পরে পুলিশ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ঠিক উল্টো দিকে থাকা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওই এটিএমে পৌঁছায়। এটিএমের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। কত টাকা লুঠ হয়েছে সে বিষয়টিও জানতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তাদের সঙ্গে কথা বলে জানা যাবে কত পরিমান টাকা লুঠপাট চালানো হয়েছে। তবে এটিএমের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখলে দুষ্কৃতীদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ। পাশাপাশি, গতকাল রাতে কেউ এটিএম ভাঙার ঘটনা দেখেছেন কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।প্রসঙ্গত, শহরে একাধিক নিরাপত্তারক্ষীবিহীন এটিএম রয়েছে। এই অবস্থায় সেই সমস্ত এটিএমগুলি কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, বছরখানেক আগে শহরে বহু এটিএমে একের পর এক চুরির ঘটনা ঘটেছিল। তারপরেই এটিএমগুলিতে নিরাপত্তারক্ষী নিয়োগের ক্ষেত্রে তৎপর হয়ে উঠেছিল ব্যাঙ্কগুলি। ওয়াকিবহাল মহলের মতে করোনা পরিস্থিতি পর এটিএমের নিরাপত্তা অনেকটাই কমে গিয়েছে।