SSC বিতর্কের মাঝে রদবদল বিকাশ ভবনে, নয়া স্কুল শিক্ষা কমিশনার নিয়োগ রাজ্যের
1 মিনিটে পড়ুন Updated: 21 May 2022, 09:23 AM ISTSchool Education Commissioner: স্কুল শিক্ষা কমিশনে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে জানানো হয়, স্কুল শিক্ষা কমিশনারের দায়িত্বে আসছেন অরূপ সেনগুপ্ত। এর আগে শিক্ষা দফতরের অধীনে উচ্চশিক্ষা বিভাগের বিশেষ বিশেষ কমিশনার পদে ছিলেন অরূপবাবু।
