বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sukanta Majumdar: দেখুন স্কুলের সরস্বতী পুজোর আয়োজনেও বাধা দেওয়া হচ্ছে! ভিডিয়ো দেখালেন সুকান্ত
স্কুল চত্বরে সরস্বতী পুজো করা নিয়েও এবার এক শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ। এমনটাই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত এক্স হ্যান্ডেলে লিখেছেন, অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাজনক। নদিয়ার নাগারুখরাতে একজন হিন্দু শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। তিনি স্কুল চত্বরে সরস্বতী পুজোর আয়োজন করছিলেন। সেকারণেই তাঁকে হুমকি দেওয়া হয়েছে।
তোষামোদ ঠিক কোন জায়গায় গিয়েছে যে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের…আসল রূপটি ক্রমশ প্রকাশ্যে চলে এসেছে। দেখুন কীভাবে স্কুলের মধ্য়ে সরস্বতী পুজোর আয়োজনেও বাধা দেওয়া হচ্ছে। যে স্কুলকে শিক্ষার মন্দির বলে গণ্য় করা হয় সেখানে ইসলামিক মৌলবাদীরা হুমকি দিচ্ছে। ব্যর্থ হিন্দু বিরোধী মুখ্য়মন্ত্রী বাংলার মানুষ এবার আপনার কৌশল ধরে ফেলেছেন। তারা এবার দেখছেন কীভাবে আপনারা বাংলাকে গ্রেটার বাংলাদেশ হিসাবে গড়ে তুলছেন।