বিধাননগর পুরসভাকে বিভক্ত করার আর্জি জানিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রের খবর, বিধাননগর রেসিডেন্টস ফোরামের পক্ষ থেকে সল্টলেকের তিন বাসিন্দা এই আর্জি জানিয়ে গত ২৬ মার্চ জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁদের বক্তব্য, সল্টলেকের উন্নয়নের জন্য বিধাননগর পুরসভাকে ভাগ করা প্রয়োজন।
আরও পড়ুন: কেষ্টপুরে পানীয় জল সরবরাহের প্রকল্প হচ্ছে, বিধাননগর পুরনিগমের কেন এমন উদ্যোগ?
গত বছর থেকেই পুরসভা ভাগ করার দাবি জানিয়ে আসছে ফোরাম। এই দাবিতে, গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব, পুর ও নগরন্নোয়ন দফতর, বিধাননগর পুরসভার মেয়র, চেয়ারপার্সন সহ অন্যান্য কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছিলেন ফোরামের সদস্যরা। কিন্তু, কোনও সাড়া না পাওয়ায় তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী ১০ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।মামলাকারীদের মধ্যে রয়েছেন বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অশেষ মুখোপাধ্যায়।
ম্যামলাকারীদের আইনজীবী চন্দ্রশেখর বাগ জানিয়েছেন, ‘আমরা মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে এবিষয়ে আবেদন করেছিলাম। কোনও সাড়া পায়নি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।’ তিনি জানিয়েছেন, বর্তমানে বিধাননগর পুরসভার মধ্যে রাজারহাট-গোপালপুরও অন্তর্ভুক্ত রয়েছে। সেই এলাকার জমির চরিত্রের সঙ্গে সল্টলেকের জমির চরিত্রের পার্থক্য রয়েছে। সল্টলেক হল লিজহোল্ড এলাকা। তাছাড়া সল্টলেক হল একটি পরিকল্পিত শহর। মামলার আবেদন অনুযায়ী, এরফলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনুদানের ক্ষেত্রে।