মঙ্গলাহাটের উপরের অংশে সেতুর মেরামতির কাজ চলছিল। সেই সময় মঙ্গলাহাটে প্রচুর লোকের ভিড় ছিল। ঘটনাক্রমে তখন পরিবারের সঙ্গে সেতুর নিচে দাঁড়িয়েছিল রনিকা মাঝি নামে ওই মেয়েটি। তখনই সেতুর উপর থেকে কেব্ল ডাক্টের একটি স্ল্যাব ভেঙে পড়ে রনিতার উপরে। ঘটনায় চাঙড়ের একটি অংশ মেয়েটির মাথায় লাগে।
বঙ্কিম সেতু। ফাইল ছবি
২১ দিনের মাথায় ফের ভেঙে পড়ল হাওড়ার বঙ্কিম সেতুর চাঙড়। মঙ্গলবার মঙ্গলাহাটে সেতুর চাঙড় ভেঙে পড়ে আহত হয়েছে ৯ বছরের এক শিশু। যদিও তার আঘাত গুরুতর নয়। আহত অবস্থায় শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সেতুর মেরামতি চলাকালীন আচমকা চাঙড় ভেঙে পড়ে। এই অবস্থায় সেতুর রক্ষণাবেক্ষণকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।
এদিন মঙ্গলাহাটের উপরের অংশে সেতুর মেরামতির কাজ চলছিল। সেই সময় মঙ্গলাহাটে প্রচুর লোকের ভিড় ছিল। ঘটনাক্রমে তখন পরিবারের সঙ্গে সেতুর নিচে দাঁড়িয়েছিল রনিকা মাঝি নামে ওই মেয়েটি। তখনই সেতুর উপর থেকে কেব্ল ডাক্টের একটি স্ল্যাব ভেঙে পড়ে রনিতার উপরে। ঘটনায় চাঙড়ের একটি অংশ মেয়েটির মাথায় লাগে। তবে পুরোপুরি চাঙড়টি তার উপরে পড়েনি। তাহলে সেক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের । এই ঘটনার পরে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ট্রাফিক পুলিশে খবর দেয়। পরে হাওড়া ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ল্যাবের সূচালো অংশ মেয়েটির মাথায় সোজাসুজি পড়েনি। গা ঘেঁষে পড়েছে। তার জন্য সামান্য আঘাত পেয়েছে মেয়েটি। তবে সরাসরি পড়লে সেক্ষেত্রে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় কেএমডির বিরুদ্ধে অভিযোগ তুলেছে ট্রাফিক পুলিশ। তাদের বক্তব্য, সুরক্ষার জন্য সেতুর নিচে জাল পাতার জন্য কেএমডিকে বলা হয়েছিল। কিন্তু তারপরেও তা করা হয়নি।