জাল পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে ভিয়েতনাম যাওয়ার পথে গ্রেফতার দুই যুবক। পরে থানায় নিয়ে গেলে জানা যায়, তাঁরা বাংলাদেশি। কিছু দিন আগেই কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার পথে গ্রেফতার হয় জ্যাকি হালদার নামে এক যুবক। থানায় নিয়ে গেলে জানা যায় যুবকটি বাংলাদেশের বাসিন্দা।
ধৃত দুই বাংলাদেশি
শনিবার নকল পাসপোর্ট নিয়ে ইন্ডিগোর ফ্লাইটে ভিয়েতনাম পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিল বাবলা বড়ুয়া (৩৩) ও চয়ন বড়ুয়া (২৬) নামের দুই যুবক। কিন্তু অভিবাসন অর্থার ইমিগ্রেশনের কাছে চেকিংয়ে গিয়ে আটকে যায় দুজনেই। তাঁদের পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায়, সেটি জাল। তখনই তাদের বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট থানার হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন - বোলপুর থেকে শুরু মমতার ভাষা আন্দোলন! সোমে দিদির পৈতৃক ভিটেতে কোন কর্মসূচি?
ঠিক কী কারণে ভিয়েতনামে পাড়ি?
ধৃত বাবলা ও চয়ন দুজনেই বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তারা ভারতে এসে ছিল ট্যুরিস্ট ভিসায়। প্রাথমিক জেরায় তাঁরা জানিয়েছে ভিয়েতনামে কাজের সন্ধানে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কলকাতা থেকে ভিয়েতনামের হো চি মিন সিটিতে যাওয়ার কথা ছিল দুজনের। কিন্তু চেকিংয়ের সময় ধরা পড়ে যায় দুজনে।
আরও পড়ুন - মহিলাদের প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা পেয়েছে ১৪০০০ পুরুষ! ঘটল কোথায়?