বুধবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকের পর তাঁর নির্দেশ মেনেই নিজেদের দাবিদাওয়া লিখিত আকারে জানিয়ে একটি খসড়া প্রস্তুত করেছেন আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার সেই খসড়া নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে মেল করে দিয়েছেন তাঁরা। এখন সেই মেলের কী জবাব আসে, তারই অপেক্ষা করছেন আন্দোলনকারীরা।
আনন্দবাজার পত্রিকায় (অনলাইন) প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার ভোরে তাঁদের তরফে যে মেল করা হয়েছে, তা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একটি সূত্র মারফতই জানা গিয়েছে।
আন্দোলনকারীদের বক্তব্য, তাঁরা যত দ্রুত সম্ভব কাজে ফিরতে চান। কিন্তু, তার আগে প্রত্যেকটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র মৌখিক আশ্বাস দিলে হবে না। অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। তাহলেই ফের কাজে যোগ দেবেন আন্দোলনকারীরা।
এই প্রেক্ষাপটে বুধবার সন্ধ্যায় নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। সেই বৈঠকে চিকিৎসকদের নিরাপত্তা বিষয়ক দাবিগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এক্ষেত্রে সর্বমোট ১৫টি বিষয়ে দুই পক্ষ সহমত হয়েছে। সেই ১৫ দফা দাবিই জুনিয়র চিকিৎসকরা তাঁদের খসড়ায় উল্লেখ করেছেন।
জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে হুমকি সংস্কৃতি ঘাঁটি গেড়ে বসেছে। অবিলম্বে এই অব্যবস্থা বন্ধ করতে হবে। এত দিন ধরে যাঁরা অন্যদের ভয় দেখিয়ে এসেছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। এর জন্য নির্দিষ্ট তদন্ত কমিটি গড়তে হবে।