মালদহের ইংরেজবাজার পুরসভায় শাসক–বিরোধী মিলিয়ে মহিলাদের জয়জয়কার। পুরভোটের ফল অনুযায়ী, এই পুরসভায় ২৯টি আসনের মধ্যে ১৯ জন মহিলা প্রার্থী জয়ী হয়েছেন। তবে এই পুরসভার চেয়ারম্যান কি মহিলাই হবেন, সে কথা ভবিষ্যৎ বলবে। জানা গিয়েছে, এই ইংরেজবাজার পুরসভায় তৃণমূল, বিজেপি, বাম, নির্দল মিলিয়ে মোট ৩১ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে ১৯ জন প্রার্থী জয়ী হয়েছেন। এই ১৯ জনের মধ্যে ১৬ জন তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন। পাশাপাশি ২ জন বিজেপির টিকিটে জিতেছেন ও একজন নির্দল প্রার্থী হিসাবে জয়লাভ করেছেন। ইংরেজবাজার পুরসভায় ২৯টি ওয়ার্ডের মধ্যে ১০টি মহিলাদের জন্য সংরক্ষিত। কিন্তু এবারে সাধারণের জন্য সংরক্ষিত ওয়ার্ডেও মহিলাদের প্রার্থী করা হয়েছে। সামগ্রিকভাবে মহিলাদের বিশেষভাবে গুরুত্ব দিয়েছে শাসক, বিরোধী সব পক্ষই। এবারে ইংরেজবাজার পুরসভায় তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জিতেছেন। তিনি জিতলেও তাঁর সঙ্গে সঙ্গে এবারে তাঁর স্ত্রী কাকলি চৌধুরীও ৮ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। তৃণমূলের জয়ী তৃণমূল প্রার্থীদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তাঁদের ওপর রয়েছে। সে জন্যই তৃণমূলের এই জয়। উল্লেখ্য, এই পুরসভায় ২৯টি ওয়ার্ডের মধ্যে ২৫টি আসনে জিতেছে তৃণমূল। এতগুলি মহিলা প্রার্থী জয়লাভ করায় স্বভাবত উচ্ছ্বসিত অন্যান্য দলের জয়ী প্রার্থীরাও।