
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
পশ্চিমী ঝঞ্ঝার দোসর ঘূর্ণাবর্ত। আগামী বেশ কয়েকদিন পশ্চিমবঙ্গের আকাশ কালো করে বৃষ্টি নামার ধারাবাহিকতা জারি থাকবে বলেই জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে জ্বলীয়বাষ্প ঢুকেছে এবার বঙ্গেও। এর জেরে বৃষ্টির ইনিংস কিছুটা দীর্ঘায়িত হবে।
সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। আজ কলকাতায় সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিন রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। তিনদিন পর থেকে রাতের তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। এদিকে বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার প্রভাবে আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ও আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে।
পূর্ভাস অনুযায়ী, আজ দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে৷ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাছাড়া ২৫ জানুয়ারি মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরপর বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায়।
৳7,777 IPL 2025 Sports Bonus