নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে চারিদিকে বাড়ছে কংক্রিটের জঙ্গল। জলাভূমি বুঝিয়ে এবং গাছপালা কেটে গড়ে তোলা হচ্ছে বহুতল। তারফলে কমছে সবুজ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবুজ বাঁচাতে উদ্যোগী হয়েছে পুরসভা। ৪ কাঠার বেশি জমিতে নির্মাণ কাজ হলেই লাগাতে হবে গাছ। তা না হলে নির্মাণের অনুমোদন দেওয়া হবে না। এমনই পরিকল্পনা করছে উত্তর দমদম পুরসভা। এলাকায় সবুজ বাড়ানোর লক্ষ্যে এভাবেই নির্মাণের সঙ্গে গাছ লাগানো বাধ্যতামূলক করার কথা ভাবছেন পুরসভা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: গাছ লাগানো স্রেফ সিজনাল আলোচনা! সোশ্যাল মিডিয়ার হাল আমলের ফ্যাশন এটা
শহরে সবুজ বাড়ানোর লক্ষ্যে ইতিমধ্যেই চারা গাছ রোপনের উপর জোর দিয়েছে পুরসভা। বেশ কিছু গাছ লাগানোও হয়েছে। মূলত ফুল এবং ফলের চারা রোপন করা হচ্ছে। এবার সবুজ বাড়ানোর লক্ষ্যে পুরসভার এমন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, ক্রমাগত বহুতল নির্মাণের ফলে উল্লেখযোগ্যভাবে সবুজ কমে যাচ্ছে। তাই পুরসভার এমন পরিকল্পনা দ্রুত কার্যকর করা উচিত। একইসঙ্গে সবুজকে রক্ষা করা উচিত। পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সবুজ বৃদ্ধি এবং রক্ষা দুটির উপরেই জোর দেওয়া হচ্ছে।
বাসিন্দাদের বক্তব্য, সুষ্ঠু পরিকল্পনা না থাকলে চারা গাছ রোপন করে লাভ হবে না। সেগুলি রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার প্রয়োজন। যেখানে সেখানে চারা গাছ না লাগিয়ে পরিকল্পনা করে গাছ রোপনের প্রয়োজন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গাছ রক্ষার জন্য সেগুলি বেষ্টনী দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে ।
যদিও বাসিন্দাদের একাংশের অভিযোগ, অনেক পুরনো গাছ রয়েছে সেগুলি গিয়ে চিহ্নিত করে স্বাস্থ্য পরীক্ষা করতে পুরসভার তৎপরতা দেখা যায় না। আবার অনেক ক্ষেত্রে গাছের মধ্যে দিয়ে তার নিয়ে যাওয়া হয়, ডালপালা ছেঁটে ফেলা হয়। সেগুলি বন্ধ করার প্রয়োজন। তবে পুরসভা জানাচ্ছে, গাছের রক্ষণাবেক্ষণ করা হয়। তাছাড়া, পুরনো গাছ চিহ্নিত করে সেগুলি রক্ষণাবেক্ষণের পরিকল্পনা এবং পর্যালোচনা চলছে। পুরসভা আধিকারিকদের বক্তব্য, সবুজ বৃদ্ধি এবং রক্ষার জন্য একাধিক পরিকল্পনা রয়েছে। সেগুলি নিয়ে আলোচনা চলছে। তার এই অংশ হিসেবে এই ৪ কাঠার বেশি জমিতে নির্মাণ হলে গাছ লাগানো বাধ্যতামূলক করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে ।