একেবারে পূর্ণবয়স্ক গাছ। সেই গাছ গুলি কাটা হলে স্বাভাবিকভাবেই পরিবেশের পক্ষে তা বিপজ্জনক হতে পারে। সেকারণে সেই গাছকে পুরো তুলে নিয়ে গিয়ে অন্যত্র বসানো হয়। একটা সময় কলকাতা মেট্রো প্রকল্পের জন্য় প্রচুর গাছ সরানো হয়েছিল অন্য়ত্র। এবার দেউচা পাঁচামি প্রকল্পের জন্য় প্রায় ১০০০ গাছ অন্য়ত্র সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অত্যন্ত যত্ন করে ও স্থানীয়দের আবেগকে সম্মান জানিয়ে এই গাছ কাছেই সরানো হচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, দেউচা পাঁচামি প্রকল্পের জন্য় অন্তত ১০০০ গাছকে অন্য়ত্র সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। খনির কাজ শুরুর আগে এই গাছগুলিকে সরিয়ে অন্যত্র বসানো হবে বলে খবর।
এই গাছগুলির মধ্য়ে অন্য়তম হল মহুয়া, অর্জুন, শাল, শিরীষ সহ একের পর এক পূর্ণবয়স্ক গাছকে অন্যত্র সরানো হবে। ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এর আগে জোকা, ইডেন গার্ডেন্স পার্পল লাইন মেট্রো প্রকল্পের জন্য অন্তত ৬৯১টি গাছকে সরানো হয়েছিল। ময়দান থেকে এই গাছগুলিকে সরানো হয়েছিল। এবার দেউচা পাঁচামি প্রকল্পের জন্য অন্তত হাজারখানেক গাছ সরানো হবে বলে খবর।
ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পিবি সেলিম টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, তারা ওই এলাকা থেকে ১৮৫টি গাছকে ইতিমধ্য়েই সরানো হয়েছে।