
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শেষ পর্যন্ত নিখোঁজ তৃণমূল কংগ্রেস নেতার খোঁজ মিলল। টানা চারদিন নিখোঁজ ছিলেন নানুরের বাসাপাড়ার তৃণমূল কংগ্রেস নেতা বাবুলাল শেখ। বীরভূমের নানুরের তৃণমূল কংগ্রেস নেতার খোঁজ মিলল উত্তর ২৪ পরগনার বারাসতে। আজ, মঙ্গলবার সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে নানুর থানার পুলিশ। নানুর থেকে বোলপুর মোবাইল কিনতে যাবার জন্য বেরিয়ে রাস্তায় মোটরবাইক রেখে উধাও হয়ে যান বাবুলাল। তা নিয়ে বিস্তর শোরগোল পড়ে যায়। এমনকী অপহরণ করা হয়েছে বাবুলালকে বলে রটে যায়। অবশেষে নিখোঁজ নেতার খোঁজ মিলল বারাসতে।
ঠিক কী ঘটেছিল নানুরে? স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার বাসাপাড়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বীরভূমের নানুরের বাসাপাড়ার সিধাই গ্রামের বাসিন্দা বাবুলাল শেখ। তার পর আর বাড়ি ফেরেননি। এদিকে তাঁর খোঁজ মিলছিল না দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও তাঁর মোটরসাইকেল, মোবাইল ফোন এবং চটি রাস্তা থেকেই মিলেছিল। কিন্তু তাঁর খোঁজ পাওয়া যায়নি। বাড়ির সদস্যরা বারবার যোগাযোগের চেষ্টা করেও ফোনে পাননি। কারণ তাঁর মোবাইল ফোন ছিল বন্ধ। যা পরে উদ্ধার হয়।
তারপর ঠিক কী ঘটেছিল? এই তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের সদস্য ও গ্রামবাসীরা গিয়ে বাসাপাড়া পুলিশ ক্যাম্প ঘেরাও করে। এদিনই পুলিশ কুকুর এনে তল্লাশি শুরু করে নানুর থানার পুলিশ। কুকুরটি বোলপুরের দিকে এগিয়ে যায়। আজ, মঙ্গলবার সকালে নানুর এবং কীর্নাহার থানার যৌথ উদ্যোগে ড্রোন উড়িয়ে তল্লাশি শুরু করে। নানুর, কীর্ণাহার এবং লাভপুর থানার পুলিশ যৌথ তদন্ত কমিটি তৈরি করে বাবুলালের খোঁজে। পরে গোপন সূত্রে খবর পেয়ে বারাসতে বাবুলালের খোঁজে যায় পুলিশ। তাঁকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়েছে।
কোথায় গিয়েছিলেন বাবুলাল? কেন এমন করলেন? এই ঘটনার পর সংবাদমাধ্যমে বাবুলাল বলেন, ‘পারিবারিক অশান্তির জেরেই বাড়ি থেকে চলে গিয়েছিলাম। এই কদিন বিভিন্ন জায়গায় ছিলাম। নিজেই চলে গিয়েছিলাম। বিভিন্ন জায়গায় ঘুরেছি। তার পর বারাসতে ছিলাম।’ যদিও কেমন পারিবারিক অশান্তি তা তিনি খোলসা করেননি। সূত্রের খবর, তিনদিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া এই নেতা ছিলেন বান্ধবীর বাড়িতে। যা তিনি নিজে মুখে স্বীকার করেননি, পুলিশ তদন্ত করে জানতে পেরেছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports