বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > BJP MLA: যারা প্রতিবাদ করে, তাদেরই মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, অভিযোগ বিজেপি বিধায়কের
পরবর্তী খবর
দুদিন আগেই কবি গান সেরে ইসলামপুর থেকে কলকাতায় ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। কিন্তু এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসাবে দেখতে নারাজ তিনি। তাঁর আশঙ্কা, তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন ওই বিজেপি বিধায়ক।
এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি বিধায়ক জানান, ‘রাজনীতিতে যারা চুরি করে, কাটমানি খায়, মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদেরই মেরে ফেলার চক্রান্ত করা হয়। উচিৎ কথা বললেই রাগ বেশি হয়। আমি তো গানের মাধ্যমে সবসময় প্রতিবাদ করি। তাই গত পরশুর ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি।’ জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে উত্তর দিনাজপুরের কানকি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক।