পশ্চিমবঙ্গে ফের চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। এবার পাথরের ঘায়ে ভাঙল হাওড়া - নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের জানলার কাচ। মঙ্গলবার বর্ধমানের খানা জংশন স্টেশন ছাড়ার পর ট্রেন লক্ষ্য করে পাথর উড়ে আসে বলে জানিয়েছেন যাত্রীরা। ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছলে এব্যাপারে তৎপর হয় RPF. ঘটনায় ফের রেলপথের যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।যাত্রীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ খানা জংশন স্টেশন পার করে শতাব্দী এক্সপ্রেস। খানা জংশন পার করে কিছুদূর যেতেই সি - ৯ কামরার একটি জানলার কাচে উড়ে এসে পড়ে একটি পাথর। পাথরের ঘায়ে কাচের বাইরের অংশ ফেটে যায়। ঝুরঝুর করে ভেঙে পড়ে ভিতরের অংশ। মুহূর্তে আতঙ্ক ছড়ায় গোটা কোচে।যে জানলার কাচ ভেঙেছে তার পাশে বসা যাত্রী জানান, রেল লাইনের পাশে ৩ জন ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে ১ জন পাথর ছুড়েছেন। তবে ঘটনায় কেউ আহন হননি।ওই অবস্থাতেই ছুটতে থাকে ট্রেন। রাত সাড়ে সাতটা নাগাদ মালদা টাউন স্টেশনে ট্রেন পৌঁছলে টনক নড়ে RPF-এর। কামরায় এসে যাত্রীদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে জানেন RPF আধিকারিকরা। দায়ের করেন অভিযোগ।এই ঘটনায় রেলের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাথর হামলার পর শতাব্দী এক্সপ্রেস বোলপুর ও নিউ ফরাক্কা স্টেশনে থেমেছে। সেখানে কেন RPFএর দেখা পাওয়া গেল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীদের একাংশ।এর আগে হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা বারবার খবরের শিরোনামে উঠে এসেছিল। ফের একবার বাংলায় ট্রেন লক্ষ্য করে হল পাথর হামলা।