রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের দায় কেন্দ্রীয় সরকারের। কারণ সীমান্ত নিয়ন্ত্রণ করে তারা। তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিমের এই অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর পালটা দাবি, কেন্দ্রের দাবি মতো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সমস্ত জায়গায় জমি দিক রাজ্য। তাহলে সীমান্তে অনুপ্রবেশের ১০০ শতাংশ দায় নিতে তৈরি কেন্দ্রীয় সরকার।
সোমবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, ‘শুধু ববি হাকিম নয়, গোটা তৃণমূল কংগ্রেস অন্যের ঘাড়ে দায় চাপাতে ওস্তাদ। তারা বলছে, অনুপ্রবেশ হলে দায় বিজেপির। কারণ সীমান্ত কেন্দ্র নিয়ন্ত্রণ করে। ১০০ শতাংশ দায় কেন্দ্রীয় সরকার নেবে যদি, পশ্চিমবঙ্গে যেখানে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি সেখানে জমি দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করে। আজ থেকে প্রায় ২ বছর আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে চা খেয়েছিলেন। বলেছিলেন, ৭২টি পোস্টে BSFএর জন্য জায়গা দরকার। ২ বছর পার হয়ে গেলেও একটা জায়গাও পাওয়া যায়নি। এগুলো দিয়ে দিন, অনুপ্রবেশের ১০০ শতাংশ দায় নেবে কেন্দ্রীয় সরকার।’
বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় আরও বেশি মনোযোগী হওয়া উচিত অমিত শাহের। কারণ সীমান্ত নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। শুধু ফিরহাদ নয় এই তত্ত্ব খাড়া করতে দেখা গিয়েছে একাধিক তৃণমূল নেতাকে। বিজেপির পালটা দাবি, সীমান্তে অনুপ্রবেশ নতুন ঘটনা নয়, তবে অনুপ্রবেশকারীরা যে ভাবে অনুপ্রবেশের কয়েক দিনের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ডের মতো বিভিন্ন ভারতীয় নথি বানিয়ে ফেলছে তা উদ্বেগের। আর এজন্য দায়ী তৃণমূল। কারণ এই ধরণের নথি বানাতে স্থানীয় জনপ্রতিনিধির রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন। দেখা যাচ্ছে রাজ্যে যে সব এলাকায় তৃণমূলের দাপটে বিরোধীরা দাঁত ফোটাতে পারে না সেসব জায়গা থেকে বেশি করে জারি হচ্ছে এই ধরণের জাল সার্টিফিকেট।