
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
গুজরাতের রাজকোটে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছেন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার ঘোলা এলাকার যুবক শুকুর আলি শেখ। আর তার পরই বিস্ফোরক তথ্য জানালেন তার বাবা হজরত শেখ। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, নমাজ না পড়লে ভিনরাজ্য থেকে টাকা পাঠাব না বলে হুমকি দিয়েছিল ছেলে।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হজরত শেখ বলেন, ‘আমার ছেলে নমাজ আর মসজিদ নিয়ে থাকত। কেউ ওর নামে কোনও খারাপ কথা বলতে পারবে না। সবাইকে নমাজ পড়তে উৎসাহিত করত। এমনকী আমাকে ও বলেছিল, বাবা তুমি নমাজ পড়ছো না বলে অনেকে আমাকে জানিয়েছে। এরকম করলে কিন্তু আমি তোমাকে টাকা পাঠাব না।’
তিনি বলেন, ‘ছেলেকে যে গ্রেফতার করা হয়েছে তা আমাদের এখনও পুলিশ জানায়নি। মোবাইল ফোনে খবর দেখে আমরা তার গ্রেফতারির কথা জানতে পেরেছি। আমার মনে হয় ও বন্ধু - বান্ধবের খপ্পরে পড়ে ফেঁসে গিয়েছে।’
তিনি জানান, শুকুর আলি এর আগে মুম্বইতে কাজ করতেন। বাড়ি ফিরলে মোবাইল ফোনে ‘যুদ্ধের গেম’-এ মগ্ন থাকত সে।
সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘আমার ছেলের সম্পর্কে এই গ্রামের আসেপাশের ৫টা গ্রামের লোকের কাছ থেকে খবর নিন। কেউ খারাপ বলবে না।’
৳7,777 IPL 2025 Sports Bonus