সকাল সকাল যান্ত্রিক ত্রুটি বন্দে ভারত এক্সপ্রেসে। আজ সকালে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারতটি বিভ্রাটের সম্মুখীন হয়। এর জেরে সময় মতো ট্রেনটি ছাড়েনি। এদিকে আজকে এই ট্রেনে চেপেই মালদা যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মিজোরামে রেল সেতু দুর্ঘটনায় মৃত নির্মাণকর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে মালদায় যাওয়ার কথা ছিল রাজ্যপালের। তবে বন্দে ভারত সময় মতো না ছাড়ায় বিকল্প ট্রেনে (যুবা এক্সপ্রেসের বাড়তি রেক) চেপে মালদার উদ্দেশে যাত্রা করেন রাজ্যপাল। বন্দে ভারতের বাকি যাত্রীদেরও সেই ট্রেনে চাপানো হয়। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে হাওড়া স্টেশনে চার নম্বর প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়।এদিকে সময় মতো ট্রেন না ছাড়ায় হাওড়া স্টেশন চত্বরেই বিক্ষোভ প্রদর্শন করেন বন্দে ভারতের টিকিট কাটা যাত্রীরা। জানা যায়, বন্দে ভারত এক্সপ্রেসে বিভ্রাট দেখা দেওয়ায় যাত্রীদের জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। এই আবহে যাত্রীদের অভিযোগ, বন্দে ভারতের সুযোগ-সুবিধা, পরিষেবা এবং গতির জন্য এত টাকা খরচ করে টিকিট কেটেছিলেন তারা। তবে যে ট্রেনে করে রেল নিউ জলপাইগুড়িতে নিয়ে যাচ্ছে, সেটির আসন ও পানীয় জলের ব্যবস্থা মোটেই ভালো নয়। এদিকে বিকল্প ট্রেনের গতিও বন্দে ভারতের তুলনায় কম। জানা গিয়েছে, বন্দে ভারতের বদলে যে বিকল্প ট্রেন দেওয়া হয়, তা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর হাওড়া স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম ছেড়ে যায়।এদিকে ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানান, যাত্রীদের নিরাপত্তার কারণে বন্দে ভারত ছাড়া হয়নি কারণ তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। এদিকে রেলের দাবি, যে বিকল্প ট্রেনে করে যাত্রীদের এনজেপি পাঠানো হয়েছে, সেটির গতি বন্দে ভারতের সমান থাকবে। পাশাপাশি যাত্রীদের খাবার ও পানীয় জল পরিবেশন করা হবে তাতেও। এদিকে আজ সকাল ১০টায় মালদায় পৌঁছানোর কথা ছিল রাজ্যপালের। তবে ট্রেন বিভ্রাটের জেরে গন্তব্যে দেরিতে পৌঁছবেন তিনি।