প্রায় ২,০০০ সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। সেজন্য আগামী ১২ মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা আগামী ১২ জুন পর্যন্ত চলবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদের সম্ভাব্য সংখ্যা ১,৭২৯। যে সংখ্যাটা পরবর্তীকালে হেরফের হতে পারে বলে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বেসরকারি, সরকার-পোষিত মাদ্রাসায় নবম-দশম শ্রেণি ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে সহকারি শিক্ষক নিয়োগের জন্য সপ্তম 'স্টেট লেভেল সিলেকশন টেস্ট' (অ্যাসিসট্যান্ট টিটার) তথা SLST হবে। সেইসঙ্গে টেটও (অ্যাডভান্সড আরবিক, আরবিক মাদ্রাসা এবং আরবিক ইউজি) হতে চলেছে। সম্ভাব্য শূন্যপদের সংখ্যা ১,৭২৯।
মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ওই শূন্যপদ পূরণের ক্ষেত্রে ২০২৩ সালের পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট (সিলেকশন অ্যান্ড রেকমেন্ডেশন অফ পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ট্রান্সফার টু দ্য পোস্ট অফ টিচার অ্যান্ড নন-টিচিং স্টাফ) নিয়ম এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার অ্যাসোসিয়েশনের (National Council for Teacher Education বা NCTE) যাবতীয় নির্দেশিকা মেনে চলা হবে।
শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ
১) অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১২ মে বিকেল ৪ টে থেকে অনলাইনে আবেদনের পোর্টাল চালু হবে। তখন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
২) অনলাইনে আবেদন শেষ হওয়ার তারিখ: ১২ জুন মধ্যরাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
শিক্ষক নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে আবেদন করতে হবে, কত টাকা আবেদন ফি লাগবে, সেই সংক্রান্ত তথ্য আপাতত জানানো হয়নি। সেই সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের (The West Bengal Madrasah Service Commission) অফিসিয়াল ওয়েবসাইট -তে নজর রাখতে হবে। সেইসঙ্গে ওই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )