করোনার বাড়বাড়ন্তের কারণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত মিটিং-মিছিল, জমায়েত পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই পথে হেঁটেই রাজ্য সম্মেলন পিছিয়ে দিল সিপিএম। দলের রাজ্য সম্মেলন হওয়ার কথা ছিল ১৯ ফেব্রুয়ারি থেকে। তবে তা পিছিয়ে মার্চের শেষে সম্মেলনের করা হবে বলে সিপিএম সূত্রের খবর। সিপিএম সূত্রের খবর, এ নিয়ে গতকাল বুধবার সিপিএমের রাজ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দলের ২৩ তম রাজ্য সম্মেলন ২৯ - ৩১ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনেই এই সম্মেলন হবে। তবে জেলা সম্মেলন শুরু হয়ে যাবে ১৯ জানুয়ারি থেকে। ওই দিন থেকে দুদিন ব্যাপী সম্মেলন হবে মালদহ জেলায়। সিপিএম সূত্রে জানানো হয়েছে, মালদহে যে প্রেক্ষাগৃহে সম্মেলন হওয়ার কথা রয়েছে তা অনেক বড় হাওয়ায় সেখানে কমসংখ্যক প্রতিনিধি নিয়ে কোভিড বিধি মেনে সম্মেলন করা সম্ভব। ইতিমধ্যেই, এনিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়েছে সিপিএম। জানা যাচ্ছে, সিপিএমের সম্পাদকমণ্ডলীর দ্বিতীয় পর্বের বৈঠক আগামী ২৮ জানুয়ারি হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে রাজ্য সম্মেলন নিয়ে পরবর্তী আলোচনা করা হবে। সে ক্ষেত্রে যদি কোভিডের বাড়বাড়ন্ত থাকে তাহলে পুনরায় সম্মেলন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন রাজ্য নেতৃত্ব।তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কলকাতা ও হাওড়া জেলা সম্মেলন হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলন হওয়ার কথা রয়েছে মার্চের প্রথম সপ্তাহে। মার্চের মাঝামাঝি সময়ে উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনের কথা রয়েছে। সব মিলিয়ে কোভিড বিধি মেনেই সম্মেলনের ওপর জোর দিচ্ছেন সিপিএম নেতৃত্বের।