লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক ক্ষেত্রে ফের একবার রদবল করল রাজ্য বিজেপি। রীতিমতো পদ তৈরি করে বড় দায়িত্ব দেওয়া হল অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। তাঁকে যুব মোর্চার ইনচার্জের পদ দেওয়া হয়েছে। আগে এই ধরনের কোন পদ ছিল না রাজ্য বিজেপিতে। এছাড়া দলের একাধিক ইনচার্জ পদেও বদল করা হয়েছে।
রাজ্যের শাসকদল তৃণমূলের অন্দরে চোরাস্রোতের মত বইছে বয়স বিতর্ক। যে বিতর্ক তুলে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি যুব নেতৃত্বকে সামনে আনার পক্ষেই সাওয়াল করেছেন। তাঁর কথায়, ‘দলে প্রবীণদের প্রয়োজন। তবে বয়সের ঊর্ধ্বসীমাও থাকা দরকার।’ সিপিএমও পক্ককেশ নেতাদের বদলে তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে দিচ্ছে। লোকসভার ভোটের আগেই দলে ‘ইনসাফ যাত্রা’ তারই বার্তা। গত বিধানসভা নির্বাচনে একগুচ্ছ নবীন প্রজন্মের নেতাকে ভোটে দাঁড় করিয়েছিল সিপিএম। এই পরিস্থিতিতে হিরণকে বিজেপির যুব সংগঠনের ইনচার্জ করা তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত, যুব মোর্চার সভাপতি পদের দায়িত্বে থাকছেন ইন্দ্রনীল খাঁ। হিরণকে এই দায়িত্ব দেওয়ার পিছনে যুক্তি হিসাবে উঠছে আসছে , দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও হিরণের এখনও কদর রয়েছে। ফলে যুব সংগঠনের মুখ হিসেবে তাঁকে সামনে রাখতে চাইছে গেরুয়া শিবির।
(পড়ুন। ‘মোদীর আমলেই সাংবাদিকদের নিরাপত্তা কমেছে,’ বাংলা নিয়ে বলতেই অনুরাগকে পালটা দেবাংশুর)