দিনভর টানাপোড়েনের পর অবশেষে কোন্নগরে অবরোধমুক্ত হল জিটি রোড। সোমবার বিকেলে অবস্থা তুলে নেয় বিজেপি নেতৃত্ব। তবে মঙ্গলবার দলের প্রতিষ্ঠা দিবসে শ্রীরামপুরের বটতলায় তাঁরা অবস্থানে বসবেন বলে জানিয়েছেন। ওদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হাওড়া ও রিষড়া হিংসা খতিয়ে দেখতে ৮ এপ্রিল রাজ্যে আসবে জাতীয় মানবাধিকার কমিশন।
সোমবার রিষড়া হিংসায় আহতদের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছনোর চেষ্টা করেন সুকান্তবাবু। পথে কোন্নগরে ব্যারিকেড করে তাঁর গাড়ি আটকায় পুলিশ। এর পর পুলিশের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা শুরু হয় তাঁর। পুলিশ কোনও অবস্থাতেই এগোতে না দেওয়ায় এর পর জিটি রোড অবরোধ করে বসে পড়েন বিজেপি নেতারা। দীর্ঘ ৫ ঘণ্টা সেখানেই অবস্থান করেন তাঁরা। সন্ধ্যা নামলে সাংবাদিকদের সুকান্তবাবু জানান, রিষড়া হিংসায় বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার শ্রীরামপুরের বটতলায় অবস্থানে বসবেন তিনি। পুলিশ যদি এই গ্রেফতারি বন্ধ না করে তাহলে অনির্দিষ্টকালীন অবস্থান চলবে।
ওদিকে চন্দ্রকোণায় সভা শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হাওড়া ও রিষড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে ৮ এপ্রিল ওই ২ জায়গা ঘুরে দেখবেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা।