২০২২ সালের পর গত ৫ এবং ৬ মার্চ জলদাপাড়া ও গরুমারা জঙ্গলে গণ্ডার শুমারি হয়েছিল। বনকর্তারা আশা করেছিলেন, এবার জাতীয় উদ্যানগুলিতে গণ্ডারের সংখ্যা বাড়বে। সেই মতোই বাড়ল গণ্ডার। শুমারির পর দেখা গিয়েছে, জলদাপাড়া এবং গরুমারা জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা ৪৫টি বেড়েছে। যার মধ্যে জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার বেড়েছে ৩৯টি। এরফলে এই জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা দাঁড়াল ৩৩১ টিতে। অন্যদিকে, গরুমারায় ৬টি বেড়ে বর্তমানে একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা দাঁড়াল ৬১টিতে।
আরও পড়ুন: গন্ডার বাড়ল? হাতির পিঠে চড়ে শুমারি শুরু গরুমারা, জলদাপাড়ায়, ওড়ানো হল ড্রোনও
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এর আগে ২০১৩ সালে গরুমারা জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা ছিল ৪৩ টি। ২০১৫ সালে তা বেড়ে হয় ৪৯ টি। আর ২০১৯ সালে সেই সংখ্যাটা হয় ৫২টি। ২০২২ সালে এই জাতীয় উদ্যানের ৫৫টি গণ্ডার ছিল। বনকর্তারা জানাচ্ছেন গরুমার জাতীয় উদ্যানে গণ্ডার ধীর গতিতে বাড়ছে। তবে সেই তুলনায় জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা বৃদ্ধির গতি বেশ ভালোই। বনদফতর সূত্রের খবর, জলপাড়ায় ২০১৩ সালে ১৮৬টি গণ্ডার ছিল। ২০১৫ সালে গণ্ডার ছিল ২০৪ টি। পরে ২০১৯ সালে তা বেড়ে হয়েছিল ২৩৭টি এবং ২০২২ সালে গণ্ডার ছিল ২৯২ টি। এবছর গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পায় খুশি বনদফতরের কর্তারা। জানা যাচ্ছে, গণ্ডার শুমারিতে শুধু গণ্ডারের সংখ্যা গণনা নয়, পাশাপাশি তাদের খাদ্য ও বাসস্থানের বর্তমান অবস্থা কী তাও জানার চেষ্টা করা হচ্ছে।