৪০ বছরের বেশি পুরনো স্কুল শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন। ব্যান্ডেল স্টেশনের পাশেই অবস্থিত এই স্কুল বন্ধ হয়ে গেল হঠাৎ করে। গত এক সপ্তাহ ধরে তালা ঝোলানো রয়েছে স্কুলের গেটে। কারণ হল রেলের একটি নোটিশ। জানা গিয়েছে, কয়েকদিন আগেই রেলের তরফে নোটিশ দিয়ে স্কুলটি বন্ধ করতে বলা হয়েছে। রেলের দাবি, বেআইনিভাবে দখল উচ্ছেদ করতেই এমন পদক্ষেপ। তবে রেলের এরকম পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবক, স্কুলের প্রাক্তনীরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার অভিভাবক থেকে শুরু করে প্রাক্তনী এবং স্থানীয়রা পড়ুয়াদের নিয়ে স্কুলের পাশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রশ্ন উঠেছে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে। (আরও পড়ুন: দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কে ধর্ষণের অভিযোগ করা যাবে না? যা বলল সুপ্রিম কোর্ট)
আরও পড়ুন: 'স্কুলে ঝাঁট দিতে হয় পড়ুয়াদেরই', ‘তৃণমূল নেতা’ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪০ বছর আগে যখন স্কুলটি তৈরি হয়েছিল তখন সেটি ছিটে বেড়ার ঘর ছিল। পরে ধীরে ধীরে স্কুল ভবন পাকা হয়েছে। স্কুলটি আরও উন্নত হয়। এখন এই স্কুল থেকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছেন বহু প্রাক্তনী। তাঁরা আচমকা স্কুল বন্ধ হয়ে যাওয়ার খবর শুনে হতবাক হয়েছেন। বৃহস্পতিবার তাঁদের অনেকেই স্কুল বন্ধের খবর শুনে স্থানীয় ও অভিভাবকদের বিক্ষোভে যোগ দেন। তাঁদের প্রশ্ন, রেল হঠাৎ করে স্কুল বন্ধ করে দেওয়ায় এখন বাচ্চাদের তাঁরা কোথায় পড়াবেন? এই অবস্থায় তাঁরা বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে পড়ুয়াদের ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির দাবি জানান অভিভাবকরা। (আরও পড়ুন: 'স্বামী ইন্টারেস্ট পাবে কেন?' সিঁদুর-মঙ্গলসূত্র না পরায় মহিলাকে প্রশ্ন বিচারকের)
আরও পড়ুন: 'অনিয়ম হয়েছে', সরকারি কর্মীদের মাথায় হাত, কড়া পদক্ষেপ, জারি হল বিজ্ঞপ্তি
স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস জানিয়েছেন, স্কুলের সেক্রেটারি গত ২৫ ফেব্রুয়ারি রেলের কাছে স্কুল বন্ধের নোটিশ পেয়েছিলেন। এরপর রেলের কাছে সময় চাওয়া হয়। ডিআরএম থেকে শুরু করে রেলের অন্যান্য আধিকারিকদের কাছে আবেদন করা হয় যাতে স্কুল বন্ধ না হয়। কিন্তু, তারপরেও রেলের তরফে তালা ঝোলানো হয়েছে। এই স্কুলে বর্তমানে ২৪০ জন পড়ুয়া আছে। তারা এরফলে সমস্যায় পড়বে। তিনি জানান, স্কুলটি বেসরকারি হলেও রেলের তরফে এটি পরিচালনা করা হয়।
এদিকে, এদিন অভিভাবকরা স্কুল খোলার দাবিতে বিক্ষোভ দেখালে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ স্থানীয় থানার পুলিশ। তারা অবরোধ তোলার চেষ্টা করে। তবে পড়ুয়াদের রাস্তায় বসিয়ে পড়ান অভিভাবকরা। রেল সূত্রের খবর, ব্যান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রেল। তার জন্য সেখানে রেলের জায়গায় বেআইনি দখলদারি উচ্ছেদ করা হচ্ছে।ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধভাবে বসবাস করছেন তাঁদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। সেই সূত্রেই স্কুলকেও নোটিশ দেওয়া হয়েছে। এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, বেআইনিভাবে দখল করে রাখা জায়গা আইনিভাবে উচ্ছেদ করা হচ্ছে।