ভারত–বাংলাদেশ বেনাপোল–পেট্রাপোল সীমান্তে এবার ২৪ ঘণ্টার জন্য যাত্রী পরিষেবা চালু থাকবে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে। এরফলে রপ্তানি বাণিজ্যে ব্যাপক উন্নতি হবে এই আন্তর্জাতিক সীমান্তে। ২৪ ঘণ্টার জন্য পরিষেবা খোলা থাকার ফলে সীমান্ত পণ্য নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না পারাপারকারীদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৩ মাস পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হবে। এই ব্যবস্থা সফল হলে স্থায়ীভাবে এই পরিষেবা চালু হয়ে যাবে। কেন্দ্রের এই নির্দেশিকা পেট্রাপোল সীমান্তের কেন্দ্রীয় দফতরগুলিতে এসে পৌঁছেছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে স্বভাবতই খুশির হাওয়া সীমান্ত এলাকায়। আগে রাতে গেট বন্ধ থাকার জন্য অনেক ট্রাককেই পণ্য নিয়ে পেট্রাপোল ও বেনাপোল সীমান্তে আটকে থাকতে হত। এখন আর রাতে গেট বন্ধ থাকার কোনও ব্যাপার নেই। এরফলে কোনও যাত্রী বা পণ্যকে সারারাত সীমান্তে অপেক্ষা করতে হবে না। এখন পেট্রাপোল সীমান্তে সকাল ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পণ্য পরিবহণ চালু রয়েছে। কিন্তু পণ্য পরিবহণের মাত্রা বেশি হওয়ায় এই সময়ের মধ্যে ট্রাক সীমান্ত পারাপার করতে পারছে না। অন্যদিকে এখন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী পরিবহণ চালু রয়েছে। কিন্তু এই সময়ের বাইরে কোনও যাত্রী সীমান্তে এসে পৌঁছোলে তাঁকে সীমান্তে অপেক্ষা করতে হত। কিন্তু কেন্দ্রের এই নতুন নির্দেশিকা চালুর ফলে ২৪ ঘণ্টা পণ্য পরিবহণ ও যাত্রী পরিষেবা চালু থাকবে। গত ৩১ আগস্ট দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধিনস্থ বর্ডার ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত ২৪ ঘণ্টা যাত্রী ও পণ্য পরিষেবা চালু রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর গত ২৫ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধিনস্থ ল্যান্ড পোর্ট অথরিটির ডিরেক্টর একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকা কার্যকর করার জন্য অভিবাসন দফতরকে পাঠিয়ে দেওয়া হয়েছে।