ভরা বাজারে আচমকা দুই কিশোরের হাতে বন্দুক দেখে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা বাসিন্দারা। উদ্দেশ্য ছিল ভয় দেখিয়ে দাদাগিরি ফলানো। কিন্তু ঠিক উলটোটাই হল। জনতার ক্ষোভে রীতিমতো দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেওয়া হল তাদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ নম্বর ব্লকের রসুলপুর এলাকায়। (আরও পড়ুন: পুরুলিয়ায় আছে 'রেয়ার আর্থ' পদার্থ, কবে হতে পারে খনিজ ব্লকের নিলাম?)
আরও পড়ুন: স্ত্রী-সন্তান ফেলে প্রেমের টানে বাংলাদেশে, ‘র’ এজেন্ট সন্দেহে যুবককে গণপিটুনি
শুক্রবার দুপুরে ওই দুই নাবালক একটি দোকানে গিয়ে পণ্য সংগ্রহ করে টাকা না দিয়ে বন্দুক দেখিয়ে দোকানদারকে ভয় দেখায় বলে অভিযোগ। স্থানীয়দের আরও অভিযোগ, পরে তারা একটি বন্ধ দোকানের শাটার তুলে ভিতরে ঢুকে ভাঙচুর চালায়।দু'জনের এমন ‘দাদাগিরি’তে তেতে ওঠে এলাকা। কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা জড়ো হয়ে দু’জনকে ধরে ফেলেন। তারপর বাজারের মাঝখানে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে চলে বেধড়ক মার। এই গোটা ঘটনার ভিডিয়ো মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে রীতিমতো বিস্মিত অনেকেই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে দুই নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও একটি নাম। পুলিশের দাবি, তাদের সঙ্গে যুক্ত এক তৃতীয় নাবালককেও পরে আটক করা হয়। (আরও পড়ুন: কেন্দ্রের 'বিরোধিতা' করে ভ্রমণ পিপাসু বাঙালিদের বিতর্কিত বার্তা শুভেন্দুর)
আরও পড়ুন: কসবার কলেজের দেওয়ালে এখনও মোছা হয়নি 'মনোজিত দাদা আমাদের হৃদয়ে' গ্রাফিটি!
জেলা পুলিশের এক আধিকারিক রাতে জানান, তিনজন নাবালককেই আটক করা হয়েছে এবং তাঁদের কাছ থেকে একটি এয়ারগান বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই বন্দুকটি মূলত পাখি মারার জন্য ব্যবহৃত হয়, তবে লোকজনকে ভয় দেখাতে এর ব্যবহার করে তারা। (আরও পড়ুন: সীমান্তে বাংলাদেশি অপরাধীদের হামলায় জখম বিএসএফ জওয়ান, আটক ২)
আরও পড়ুন: IIM কলকাতায় হস্টেলে ধর্ষণ তরুণীকে, গ্রেফতার অভিযুক্ত ম্যানেজমেন্ট পড়ুয়া
পুলিশ সূত্রে খবর, শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে। পাশাপাশি, এই ঘটনার উৎস কী, নাবালকদের উৎসাহ বা প্ররোচনার উৎস কোথায়?তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। এদিকে, জনতার তরফে গণপিটুনির ঘটনা নিয়েও প্রশ্ন উঠছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা যুক্তিযুক্ত সে নিয়েও এলাকায় শুরু হয়েছে আলোচনা। রসুলপুরের এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।