
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মেয়াদ শেষ হয়ে গেছে অনেকদিন আগেই। অথচ সেই স্যালাইন দেওয়া হচ্ছে রোগীদের। এর ফলে অসুস্থ হয়ে পড়েছেন এক নারীর। এমনই অভিযোগ উঠল পুরুলিয়ার আদ্রাতে অবস্থিত দক্ষিণ-পূর্ব রেলের ডিভিশনাল হাসপাতালের বিরুদ্ধে। এই অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয়ে উঠেছে রেল প্রশাসন।ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে হাসপাতালের দুই আধিকারিককে। এরকম অভিযোগ পাওয়ার পরে তদন্তে নেমেছে রেল।
রোগীর পরিবারের অভিযোগ, যে সমস্ত স্যালাইন রোগীদের দেওয়া হচ্ছে তার মেয়াদ গত মাসে শেষ হয়ে গিয়েছে। তারপরেও সেই সমস্ত স্যালাইন রোগীদের শরীরে দেওয়া হচ্ছে।
সাধারণত রেলের এই হাসপাতালে কর্মীদের পরিবারের লোকেদের চিকিৎসা করানো হয়। রেলের অবসরপ্রাপ্ত এক কর্মীর অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে তার স্ত্রীকে গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু স্যালাইন দেওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। রোগিনীর স্বামী দেখেন যে তার স্ত্রীর শরীরে যে স্যালাইন দেওয়া রয়েছে তা খুবই আস্তে দেওয়া রয়েছে। স্যালাইনে জোর বাড়াতে গিয়েই তার চোখ পড়ে বোতলের মেয়াদের ওপর। গত মাসেই স্যালাইনের মেয়াদ শেষ হয়ে গেছে।
অভিযোগ, একথা চিকিৎসককে বলতেই সঙ্গে সঙ্গে একজন নার্স এসে বোতল খুলে ডাস্টবিনে ফেলে দেন। ওই রোগিনীর স্বামী বোতল কুড়িয়ে নিতে তার কাছ থেকে বোতল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
যদিও ওই ব্যক্তির এরকম অভিযোগের ভিত্তিতে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে ভুলবশত ওই রোগিনীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে। কিন্তু,পাশের বেডে থাকা অন্যান্য রোগীদেরও মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই ব্যক্তি।
ঘটনার পরই হাসপাতালে ছুটে যান চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট, একাধিক চিকিত্সক এবং এডিআরএম (আদ্রা ডিভিশন)। এডিআরএম সুধাংশু শর্মা জানিয়েছেন, ' ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। আমরা দুজনকে সাসপেন্ড ও করেছি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports