
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়িতে। একটি খাবারের হোটেলে আগুন লেগে মৃত্যু হল এক কর্মীর। সেইসঙ্গে হোটেল-সহ আরও দুটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির সেবক রোডে। বৃহস্পতিবার গভীর রাতে সেবক রোডের কাছে একটি হোটেলে হঠাৎ আগুন দেখতে পান কিছু স্থানীয় বাসিন্দা। তড়িঘড়ি তারা হোটেলের আশেপাশের বাড়ি এবং হোটেল ও দোকানের মালিককে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হোটেল ও দোকানের মালিক। পাশাপাশি, দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন। তবে তার আগে আগুনে পুড়ে মারা যান ওই কর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারা যখন এই ঘটনা দেখতে পান তখনও আগুন সেভাবে ছড়ায়নি। তবে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দের পরেই আগুন ভয়ংকর রূপ নেয়। এরপরেই তারা খবর দেন দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৩টি ইঞ্জিন ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। দমকলকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় খাবারের হোটেল ও তার পাশে থাকা দোকানটি। জানা গিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিমল দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও মেয়র পারিষদ মানিক দে।
এদিন ঘটনাস্থল পরিদর্শন করে গৌতম দেব জানান, অগ্নিকান্ডে এক কর্মীর মৃত্যু হয়েছে। হোটেলের পাশেই একটি চায়ের দোকান এবং একটি পানের দোকান ছিল। সেই দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাছাড়া আগুনের কারণ জানার জন্য ফরেন্সিক করা হবে। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘রাত্রি দেড়টা নাগাদ আগুন লাগে। প্রথমের দিকে আগুন সেভাবে ভয়াবহ রূপ নেয়নি। পরে হঠাৎ করে সিলিন্ডার ফেটে যায়। তারপরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পরে আমরা আতঙ্কিত।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
৳7,777 IPL 2025 Sports Bonus