বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি রথীন বসু হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, চুরি করতে করতে তৃণমূল নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে।আগে ইতিহাসটা ভালো করে জানুন। রাজ্যের মন্ত্রীর নামের আগেই তো উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। আর অভিষেক বলছেন উত্তরবঙ্গ বলে কিছু হয় না।
Ad
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ফাইল ছবি
রবিবার মালবাজারের সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গ,দক্ষিণবঙ্গ বলে কিছু হয় না। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, গৌড়বঙ্গ এভাবে উল্লেখ করার দরকার নেই। পাশাপাশি পৃথক রাজ্যের দাবির বিরুদ্ধেও সুর চড়ান অভিষেক। এদিকে অভিষেকের বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে শোরগোল পড়ে গিয়েছে।
উত্তরবঙ্গের বাসিন্দাদের একাংশের মতে, উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক এটা তাঁরা অনেকেই চান না। কিন্তু এভাবে একটাই বঙ্গ বলার কোনও যুক্তি নেই। অনেকেই উত্তরবঙ্গের মানুষ বলতে গর্ববোধ করেন।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি রথীন বসু হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, চুরি করতে করতে তৃণমূল নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে।আগে ইতিহাসটা ভালো করে জানুন। রাজ্যের মন্ত্রীর নামের আগেই তো উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। আর অভিষেক বলছেন উত্তরবঙ্গ বলে কিছু হয় না। তিনি উত্তরবঙ্গের সঙ্গে জড়িয়ে থাকা আবেগকে আঘাত করেছেন। এর জবাব মানুষ দেবেন।