আজ, শনিবার মালদার ভূতনি এলাকায় ভাঙন দেখতে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন একদল মানুষ তাঁর কনভয় ঘিরে গো–ব্যাক স্লোগান দিতে থাকেন। অনেকে আবার কালো পতাকা দেখান। তাতেই উত্তেজনা দেখা দেয়। এই ঘটনা দেখে বেশ বিরক্ত হন বিরোধী দলনেতা। এমনকী সাংবাদিকদের সামনে মেজাজ হারান। গো–ব্যাক স্লোগান তোলা এবং কালো পতাকা দেখানো মানুষজনকে কুকুর বলেছেন তিনি। ভূতনি সেতু কেন্দ্রীয় সরকারের টাকায় তৈরি বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। আর রাজ্য সরকারের কোনও অবদান নেই বলে কটাক্ষ করেন। এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
এদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গো–ব্যাক স্লোগানের পোস্টার পড়ল মানিকচকের ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায়। আজ, শনিবার মানিকচকের ভুতনিচরের গোবর্ধন টোলা এলাকায় এই পোস্টার দেখা দিতেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির পক্ষ থেকে সেবাদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই আসেন শুভেন্দু। যে রাস্তা দিয়ে আজ বিজেপি বিধায়ক সভামঞ্চে আসেন ঠিক সেই রাস্তার বরাবর একাধিক জায়গায় পড়ে গো–ব্যাক স্লোগান লাগানো পোস্টার। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘কেউ গো–ব্যাক স্লোগান দেয়নি। স্বাগত জানানোর লোকের সংখ্যা অনেক। আর ওগুলিকে তো হাজার টাকা দিয়ে ৪০–৫০ জন লোককে নিয়ে এসেছিল। হাতি যখন রাস্তায় যায় কিছু কুকুর পিছনে চিল্লায়।’
আরও পড়ুন: ‘ইমরানকে অন্ধকার কুঠুরিতে রেখে অত্যাচার করা হচ্ছে’, অভিযোগ তোলেন প্রাক্তন স্ত্রী জেমিমা
অন্যদিকে গো–ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস বলে দাবি করে বিজেপি। শুভেন্দু অধিকারীও সেদিকেই ইঙ্গিত করেন। কিন্তু ওই পোস্টারগুলিতে লেখা রয়েছে, বন্যার সময় কোথায় ছিলেন? এখন আপনি কেন এলেন? শুভেন্দু অধিকারী গো–ব্যাক। সৌজন্যে বানভাসি ভূতনিবাসী বলে পোস্টারে উল্লেখ রয়েছে। যদিও শুভেন্দুর বক্তব্য, ‘এমন আচরণ কারা করছে সেটা পুলিশ বলতে পারবে। আমাকে ২০ হাজার লোক স্বাগত জানিয়েছে। আর ৩০টা লোককে পয়সা দিয়ে নিয়ে এসেছে। ৩০ টাকার চুল্লু আর হাজার টাকার ভাতা।’