ডবল লাইন এবং সিগন্যালিংয়ের কাজ চলবে। সেজন্য আগামী ১৭ এপ্রিল (ইংরেজি মতে) রাত থেকে বারাসত-হাসনাবাদ শাখায় ৪৭ ঘণ্টা ট্রেন চলবে না। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সোমবার (ইংরেজি মতে ১৭ এপ্রিল) রাত ১ টা থেকে মঙ্গলবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ওই লাইনে রেল পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বুধবার থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে।
সোমবার পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনের বারাসত-হাসনাবাদ শাখার সোন্দালিয়া ও লেবুতলা স্টেশনের মধ্যে ডবল লাইনের কাজ ও লেবুতলা ও মালতীপুর স্টেশনের সিগন্যালিংয়ের কাজের জন্য আগামিকাল (মঙ্গলবার) থেকে ১৮ এপ্রিল পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকবে। ১৭ এপ্রিল (ইংরেজি মতে) রাত ১ টা থেকে ১৮ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
আরও পড়ুন: Vande Bharat Express to run at 160 kmph: বাংলায় কবে ঘণ্টায় ১৬০ কিমিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস? মুখ খুললেন রেলকর্তারা
বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘সোমবার রাত ১ টা থেকে মঙ্গলবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত বারাসত-হাসনাবাদ শাখায় রেল পরিষেবা বন্ধ থাকবে। ওই সময় কোনও ট্রেন চলবে না। বুধবার থেকে ফের রেল পরিষেবা স্বাভাবিক হবে। যাত্রীদের যে সমস্যা হবে, সেটা আমরা জানি। কিন্তু এই ডবলিংয়ের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যাত্রীদের কাছে আমরা আগে থেকেই ক্ষমাপ্রার্থী।’
আরও পড়ুন: WB to get 3 new Vande Bharat Express: তিনটি নয়া বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা, কোন রুটে চলবে? আলোচনা আরও একটি নিয়ে
বাতিল ট্রেনের তালিকা
- ১২ এপ্রিল: ৩৩৩২৫ বারাসত-হাসনাবাদ লোকাল বাতিল থাকবে।
- ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল: ৩৩৩২৫ বারাসত-হাসনাবাদ লোকাল, ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ লোকাল, ৩৩৪৪৭ শিয়ালদা-বারাসত লোকাল, ৩৩৫১২ হাসনাবাদ-শিয়ালদা লোকাল এবং ৩৩৩১২ হাসনাবাদ-বারাসত লোকাল বাতিল থাকবে।
- ১৬ এপ্রিল: ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ লোকাল, ৩৩৫১২ হাসনাবাদ-শিয়ালদা লোকাল এবং ৩৩৩১২ হাসনাবাদ-বারাসত লোকাল বাতিল থাকবে।
সেইসঙ্গে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভোর ৪ টে ৪৮ মিনিটের পরিবর্ত ভোর ৫ টা ১০ মিনিটে ছাড়বে ৩৩৫১৪ হাসনাবাদ-শিয়ালদা লোকাল।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )