বৃহস্পতিবার সকালে রেল অবরোধের ঘটনা ঘটল কাঁকিনাড়া স্টেশনে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই রেল অবরোধের জেরে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনকী শিয়ালদহ মেন শাখায় তার ব্যাপক প্রভাব পড়েছে। অফিসযাত্রীরা বিপাকে পড়েছেন। হঠাৎ এই রেল অবরোধে বিপর্যন্ত হয়ে পড়েছে ট্রেন পরিষেবা। যা নিয়ে চর্চা তুঙ্গে।কেন এই রেল অবরোধ? এদিন বন্ধ মিল খোলার দাবি তুলে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেল অবরোধ করেন জুট মিল শ্রমিকরা। করোনাভাইরাস পরিস্থিতিতে এমনিতেই রুজি–রোজগারে টান পড়েছে। তার মধ্যে হঠাৎ স্থানীয় রিলায়্যান্স জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সংসাত চলবে কী করে? বুঝতে পারছেন না শ্রমিকরা। তাই জুট মিল খোলার দাবিতে বিক্ষোভে দেখিয়ে রেল অবরোধ করেন এই শ্রমিকরা। বিক্ষোভের কারণে স্টেশনে আটকে রয়েছে নৈহাটি লোকাল। এখানে শ্রমিকরা দাবি করেছেন, আজ, বৃহস্পতিবার সকালে মিলে গিয়ে দেখতে পাওয়া যায় কর্তৃপক্ষের তরফ থেকে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর কারখানা বন্ধের নোটিশ টাঙানো হয়েছে। কোনও কিছু না জানিয়ে হঠাৎ এই কাজ করেছে কর্তৃপক্ষ। তাতে বিপাকে পড়েছেন তাঁরা। ২৬ জানুয়ারি ছুটির থাকার সুযোগ নিয়ে কারখানা বন্ধ করা হয়েছে। তাই পাল্টা রেল অবরোধ করা হয়েছে।এই মিল না খোলা হলে আন্দোলন, অবরোধ চলবে বলে জানিয়েছেন জুট মিল শ্রমিকরা। কারখানা হঠাৎ বন্ধ করায় পরিবার নিয়ে বিপদে পড়েছেন তাঁরা বলে অভিযোগ। যেখানে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না জুট মিল খোলার পক্ষে বারবার নির্দেশদিচ্ছেন সেখানে হঠাৎ এই জুট মিল বন্ধ নিয়ে সোচ্চার হয়েছেন মিল শ্রমিকরা।