মক্কেলের হয়ে হাইকোর্টের ভুয়ো জামিন অর্ডার আদালতে পেশ করেছিলেন ওই আইনজীবী। সেই অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১৫ সালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামে বালিরঘাট দখলকে কেন্দ্র করে বোমাবাজিতে মৃত্যু হয়েছিল আশরাফ শেখ নামে এক ব্যক্তির।
গ্রেফতার আইনজীবী। নিজস্ব ছবি
আইনজীবীর মক্কেল একটি খুনের মামলায় আসামী। তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দিয়েছিল আদালত। তবে মক্কেলের যাবজ্জীবন কারাদণ্ড আটকাতে আইনজীবী যে কাণ্ড করলেন তার জন্য গ্রেফতার করা হল তাকে। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা আদালতে। ওই আইনজীবীর নাম অরিন্দম রায়। তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে সিআইডি ওই আইনজীবীকে গ্রেফতার করেছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, মক্কেলের হয়ে হাইকোর্টের ভুয়ো জামিন অর্ডার আদালতে পেশ করেছিলেন ওই আইনজীবী। সেই অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১৫ সালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামে বালিরঘাট দখলকে কেন্দ্র করে বোমাবাজিতে মৃত্যু হয়েছিল আশরাফ শেখ নামে এক ব্যক্তির। আর সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা লালু শেখের। ঘটনায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ। বেশ কয়েক বছর ধরে মামলা চলার পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তবে এর পরেই আইনজীবী নিজের মক্কেল তথা অভিযুক্ত লালু শেখকে নির্দোষ প্রমাণ করার জন্য সেই সময় কান্দি মহকুমা আদালতে হাইকোর্টের একটি জামিনের নির্দেশ পেশ করেছিলেন। যার ফলে অভিযুক্তকে জামিন দিতে বাধ্য হয় কান্দি মহকুমা আদালত।