খড়দহে উপনির্বাচনের দিন বিজেপি প্রার্থী জয় সাহাকে নিশানা করেছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জয়ের দাবি, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। সেই 'হুমকির' প্রেক্ষিতেই থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী জয় সাহা। বিজেপি প্রার্থী সাফ জানিয়ে দেন, পুলিশ ব্যবস্থা না নিলে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি জানাবেন। রবিবার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী জয় সাহা। তাঁর অভিযোগ, রাজ্যের মন্ত্রী তাঁকে মারার হুমকি দিয়েছেন। অবিলম্বে পুলিশকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে তিনি পুরো বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবেন। নির্বাচনের আগে থেকেই বিজেপি প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন। বিজেপির ফ্লেক্স, পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন। শনিবার খড়দহে প্রয়াত তৃণমূল বিধায়ক কাজল সিনহার ছেলে আর্যদীপ সিনহাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী জয় সাহার ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে। হাসপাতালে কাজল সিনহার ছেলেকে দেখতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেন, ‘জয় সাহা একজন ক্রিমিনাল, সমাজবিরোধী। কোনও কেন্দ্রীয় বাহিনী নয়, প্রাইভেট সিকিউরিটি দিয়ে কাজল সিনহার ছেলেকে মারা হয়েছে। কাজল সিনহার স্ত্রীকেও মারার চেষ্টা করা হয়েছে। আমরা চাইলে, আঙুল ঘোরালেই কাজ কমপ্লিট। এক মিনিট লাগবে। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। শান্তির বাতাবরণ বজায় রাখব।’