কালিয়াগঞ্জে নিহত নাবালিকার দেহ পুলিশ নির্মম ভাবে টেনে নিয়ে যাওয়ার ঘটনার তদন্ত দাবি করে রাজ্য পুলিশের ডিজির কাছে ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন। শনিবার এক প্রেস বিবৃতিতে জাতীয় মহিলা কমিশনের পক্ষে একথা জানানো হয়েছে।রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে লেখা চিঠিতে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, টুইটারে একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে কালিয়াগঞ্জে এক নাবালিকার দেহ নির্মনভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনা মর্মান্তিক। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। তদন্ত প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয় সেজন্য আপনাকে ব্যক্তিগতভাবে নজরদারি করতে অনুরোধ করছি।চিঠিতে আরও লেখা হয়েছে, তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে যেন অবিলম্বে পদক্ষেপ করা হয়। কী পদক্ষেপ করা হয়েছে তা ৩ দিনের মধ্যে চিঠি দিয়ে জানাতে হবে জাতীয় মহিলা কমিশনকে।শুক্রবার টুইটারে একটি ছবি ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় এক নাবালিকার দেহ দু হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন ২ জন পুলিশকর্মী। পিছন পিছন চলেছেন আরও ২ জন। ভিডিয়োতে দাবি করা হয়েছে, ওই ঘটনা কালিয়াগঞ্জের।