জনসমাগমে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ফলে অন্যবারের থেকে এবারের ছবিটা অনেকটাই আলাদা। ধুমধামের বহর অনেকটাই কম। তবে নিষ্ঠায় কোনও খামতি নেই। মঙ্গলবার সকাল থেকেই যাবতীয় সুরক্ষাবিধি মেনে রথযাত্রা পালন করছে ইসকন। নির্ঘণ্ট মেনে নিষ্ঠা সহকারে পুজো হচ্ছে।করোনাভাইরাস পরিস্থিতিতে আগেই ইসকনের তরফে জানানো হয়েছে, এবার ডিজিটাল রথযাত্রা করা হবে। সেইমতো ইসকন মায়াপুর, কলকাতার সর্বত্রই সম্পূর্ণ নিয়মবিধি মেনে রথযাত্রা পালিত হচ্ছে। তার পুরোটাই লাইভ স্ট্রিমিং হচ্ছে। মন্দিরে পুজো-অর্চনা হচ্ছে। মন্দির চত্বরের মধ্যেই যাবতীয় আয়োজন করা হয়েছে। ভক্তদের সমাগম করতে দেওয়া হচ্ছে না।ইসকন মায়াপুরের রথের পুজো ইসকন কলকাতায় রথের পুজো এবং রথযাত্রা ইসকন কলকাতায় দর্শন আরতি ইসকন কলকাতার তরফে রথযাত্রার বিস্তারিত সূচিও প্রকাশ করা হয়েছে। বুধবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি দেওয়া হয়েছে। সেগুলিরও লাইভ স্ট্রিমিং করা হবে বলে ইসকন কলকাতা কর্তৃপক্ষ।