নন্দীগ্রামে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের পর ২৪ ঘণ্টা পার হতে না হতেই বদলি হয়ে গেলেন আইসি। নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকে DIBতে বদলি করেছেন জেলা পুলিশ সুপার। তবে তাঁর জায়গায় নতুন আইসি কে হয়েছেন তা জানানো হয়নি। তৃণমূলকর্মীর দেহ উদ্ধারের পর নন্দীগ্রামের আইসি বদলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তুমুল শোরগোল শুরু হয়েছে। তবে পুলিশের দাবি, এটা রুটিন বদলি।
গত ১৮ দিনে নন্দীগ্রামে ২ জন তৃণমূলকর্মী খুন হয়েছেন বলে অভিযোগ। তার মধ্যে ২৫ ডিসেম্বর সকালে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচক গ্রামে নিজের দোকানের ভিতরে মহাদেব বিষয়ী নামে এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ৩৯ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, ওই ব্যক্তিকে বিজেপি খুন করেছে। এর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে শুক্রবার দুপুরে নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলের বদলির নির্দেশ জারি হল।
গত ৮ ডিসেম্বর নন্দীগ্রামের কালীচরণপুরে খুন হন তৃণমূলকর্মী বিষ্ণুপদ মণ্ডল। তৃণমূল সূত্রে খবর, শাসকদলের কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ আইসি, এই অভিযোগ উঠছিল দলের অন্দরে। বিজেপির দাপটে নন্দীগ্রামে তৃণমূলের অনেক নেতাকর্মী বসে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখবর শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছতেই আইসি বদলের সিদ্ধান্ত হয়।
তবে নন্দীগ্রামে তৃণমূলের সংগঠনের অবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে দলের অন্দরেই। ২০২১ সালের নির্বাচনে সেখানে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পর শেখ সুফিয়ানসহ স্থানীয় মুসলিম নেতাদের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করে তৃণমূল। তার বদলে নন্দীগ্রামের দায়িত্ব দেওয়া হয় কলকাতার নেতা বলে পরিচিত কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, পূর্ণেন্দু বসু, দোলা সেনদের। বহিরাগত এই নেতাদের নেতৃত্বে নন্দীগ্রামে রাজনীতি করতে নারাজ বহু তৃণমূল কর্মী। তবু তেতো ওষুধ গেলার মতো পরিস্থিতি মেনে নিতে হচ্ছে তাদের।