বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS Exam 2022: হলের মধ্যে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কোন বিষয়গুলি নিয়ে সতর্ক থাকতে হবে? জানাল সংসদ
করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে আগামিকাল (শনিবার) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই প্রথমবার নিজেদের স্কুলেই উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা পরীক্ষা দেবেন। সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেইসঙ্গে পরীক্ষা হলের মধ্যে কোন কোন বিষয় নিয়ে পড়ুয়াদের সতর্ক থাকতে হবে, তা জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেই বিষয়গুলি দেখে নিন -
- কক্ষে মোবাইল ফোন নেই, তা নিশ্চিত করে তবেই প্রশ্নপত্র দেওয়া হবে।
- যদিও কোনও পরীক্ষার্থীর থেকে মোবাইল পাওয়া যায়, তাহলে তা অবিলম্বে বাতিল করা হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পড়ুয়ার সেদিনের পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা ব্যবহার করলে বা ব্যবহার করছে জানা গেলে কোনও পড়ুয়ার এই বছরের সব পরীক্ষাই বাতিল হতে পারে।
- পরীক্ষার শুরুর এক ঘণ্টার মধ্যে কোনও পড়ুয়া শৌচাগারে যেতে পারবেন না। অর্থাৎ সকাল ১১ টা থেকে পরীক্ষার্থীদের শৌচাগারে যাওয়ার অনুমতি দেওয়া হবে। শৌচাগারে গেলে উত্তরপত্র জমা রেখে যেতে হবে।
- বেলা ১২ টা ৪৫ মিনিটের আগে কোনও পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিয়ে বেরোতে পারবেন না। অর্থাৎ ২ ঘণ্টা ৪৫ মিনিটের আগে কোনও পড়ুয়াকে পরীক্ষা দিয়ে হল থেকে বেরনোর অনুমতি দেওয়া হবে না।
কোন কোন কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 'আরএ' বা 'রিপোর্টেড এগেনস্ট' করা হতে পারে?
- মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে 'আরএ' বা 'রিপোর্টেড এগেনস্ট' করা হতে পারে।
- টোকাটুকি করলে 'আরএ' বা 'রিপোর্টেড এগেনস্ট' করা হতে পারে।
- ইনভিজিলেটর বা শিক্ষক-শিক্ষিকাকে নিগ্রহ করলে 'আরএ' (RA) বা 'রিপোর্টেড এগেনস্ট' করা হতে পারে।
- পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে 'আরএ' বা 'রিপোর্টেড এগেনস্ট' করা হতে পারে।
- পরীক্ষাকেন্দ্রে খাতা বা খাতার কোনও অংশ, পার্ট এ/পার্ট বি একসঙ্গে জমা না দিয়ে বাড়িতে নিয়ে চলে গেলে অথবা অতিরিক্ত শিট জমা না দিলে 'আরএ' বা 'রিপোর্টেড এগেনস্ট' করা হতে পারে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 'আরএ' (RA) বা 'রিপোর্টেড এগেনস্ট' করলে কী হবে?