কর্মব্যস্ত বুধবারের সকাল সকাল যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হল হাওড়া শাখায়। ১৩০৩৪ নং কাটিহার-হাওড়া এক্সপ্রেসের খালি রেক প্ল্যাটফর্ম নম্বর ৬ থেকে বেরিয়ে ঝিল সাইডিংয়ে যাওয়ার সময় পয়েন্ট নং ৯০-তে যান্ত্রিক গোলযোগ ঘটে বলে জানানো হয় পূর্ব রেলের প্রেস বিজ্ঞপ্তিতে। এর জেরে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্লক হয়ে যায়। এর জেরে আজ সকাল সকাল হাওড়া-ব্যান্ডেল মেন শাখায় ব্যাহত হয় রেল পরিষেবা। এর জেরে আপ এবং ডাউন দুই লাইনেই দীর্ঘক্ষণ বন্ধ থাকে লোকাল ট্রেন চলাচল। যার জেরে যাত্রীদের সমস্যায় পড়তে হয়। (আরও পড়ুন: পাসপোর্ট বিধি ও নাগরিকত্ব আইনে 'সংঘাত' লাগলে কোনটি প্রাধান্য পাবে? যা বলল আদালত)
আরও পড়ুন: ওয়াশিং মেশিনে 'ধোয়া হচ্ছিল' ২.৫ কোটি টাকা! কলকাতা সহ বহু জায়গায় হানা দিয়ে ধরল ED
এদিকে রেল পরিষেবা ব্যাহত হলেও প্রাথমিক ভাবে যাত্রীদের এর কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। দাবি, সকাল সাড়ে ৬টা থেকে এই সমস্যা দেখা দেয়। পরে সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে রেলের তরফে ঘোষণা করে জানানো হয় যান্ত্রিক গোলযোগের কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। এই বিষয়ে সংবাদমাধ্যমকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, হাওড়া স্টেশনে ঢোকার মুখে পয়েন্টে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাই এক থেকে ছয় নম্বর প্লাটফর্মে ট্রেন ঢুকছে বা বেরোচ্ছে না। এদিকে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্ল্যাক ডায়মন্ড, গণদেবতা এক্সপ্রেসের মতো ট্রেনও সময়মতো ছাড়েনি আজ।
আরও পড়ুন: ইডেনে ছক্কা হাঁকানো ইউসুফের হয়ে পিচে নামছেন মমতা, অঙ্ক কষে ব্যাট চালাচ্ছেন পাঠান